বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় হঠাৎ বিস্ফোরণ ঘটে।
ইস্কান্দার পুতেরির ফায়ার স্টেশনের অপারেশন কমান্ডার মোহাম্মদ ফাইজ সুলেমান জানান, সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেশ কয়েকটি অগ্নিনির্বাপক দল।
এই কর্মকর্তা আরও জানান, ইস্কান্দার পুতের, স্কুডাই, পেকান নেনাস, পোনটিয়ান বারু ও সেবানা কোভের মোট ৬টি ফায়ার স্টেশন থেকে আটটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কয়েক ঘণ্টার চেষ্টার পর বিকেল চারটার দিকে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানানো হয়। তিনি বলেন, চারটি কারখানার মধ্যে একটি লজিস্টিক গুদাম ৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি রাসায়নিক কোম্পানির তিনটি কারখানা ৯০ শতাংশ পুড়ে গেছে।
বিস্ফোরণে কারখানার ভেতরে থাকা তিন বাংলাদেশি শ্রমিকের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। দমকলকর্মীরা পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ তাদের হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি। তবে ওই তিন বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।