গাজায় যুদ্ধের বর্ষপূর্তিতে হিজবুল্লাহ ও ইসরায়েলের লড়াই জোরদার

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গতকাল সোমবার ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলও লেবাননে তাদের অভিযান বিস্তৃত করেছে। ইসরায়েলে হামাসের হামলা এবং তাকে কেন্দ্র করে গাজায় যুদ্ধ শুরু হওয়ার বর্ষপূর্তিতে এসব ঘটনা ঘটেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এর জবাবে সেদিনই গাজা উপত্যকায় হামলা শুরু করেছিল ইসরায়েল। গতকাল সোমবার ছিল এর এক বছরপূর্তি।

ইরান-সমর্থিত হিজবুল্লাহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের মিত্র হিসেবে পরিচিত। হিজবুল্লাহ বলেছে, সোমবার তারা হাইফা শহরের দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে ‘ফাদি ১’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ছাড়া ওই জায়গা থেকে ৬৫ কিলোমিটার দূরে টাইবেরিয়াসে আরেকটি হামলা চালিয়েছে তারা।

সশস্ত্র গোষ্ঠীটি পরে বলেছে, তারা হাইফার উত্তরাঞ্চলীয় এলাকাগুলোকে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু করেছে।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গতকাল সোমবার দেশটির ভূখণ্ডে প্রায় ১৯০টি প্রজেক্টাইল প্রবেশ করেছে। এসব ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী আরও বলেছে, তাদের বিমানবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করে ব্যাপক বোমা হামলা চালাচ্ছে। লেবাননে আরও দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথাও জানিয়েছে তারা। এর মধ্য দিয়ে লেবাননের অভ্যন্তরে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ১১-তে দাঁড়িয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত এলাকার একটি পৌর ভবনে এক বিমান হামলায় ফায়ার সার্ভিসের ১০ কর্মীসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। হামাসের বিরুদ্ধে যুদ্ধের নামে এক বছর আগে লেবাননে হামলা চালায় ইসরায়েল। তখন থেকে লেবাননে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে।

লেবাননে চালানো স্থল অভিযানকে ‘সীমিত’ এবং ‘সুনির্দিষ্ট’ বলে উল্লেখ করে আসছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে গত সপ্তাহের শুরু থেকে অভিযানের মাত্রা বাড়তে দেখা গেছে।

ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের ধারণা, লেবাননে স্থল অভিযান সীমিত আকারে চলমান থাকবে। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ কথা বলেছেন।

গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—প্রত্যেকেই ইসরায়েলে হামাসের হামলার বর্ষপূর্তি পালন করেছেন। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা ডেমোক্রেটিক পার্টি থেকে এবং ট্রাম্প রিপাবলিকান দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণ দিকে যাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, হিজবুল্লাহদের ব্যবহৃত সীমান্ত এলাকাগুলো ফাঁকা করাটাই তাদের লক্ষ্য। লেবাননের খুব ভেতরে তাদের যাওয়ার ইচ্ছা নেই।

  • Rofiq Kazi

    Related Posts

    সিরিজ হার ঠেকাতে পাকিস্তানের চাই ১৪৮

    অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ে ওয়ানডে সিরিজ জয়ের পর এখন টি-টোয়েন্টি সিরিজে হার এড়াতে লড়ছে পাকিস্তান। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সাত ওভারের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৯ রানে হেরেছে পাকিস্তান। সিরিজ বাঁচানোর ম্যাচে অস্ট্রেলিয়াকে…

    Continue reading
    সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিত্রনায়ক রুবেল

    মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এছাড়া আহত হয়েছেন আরও ৮ জন। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ( ১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে…

    Continue reading

    সিরিজ হার ঠেকাতে পাকিস্তানের চাই ১৪৮

    সিরিজ হার ঠেকাতে পাকিস্তানের চাই ১৪৮

    সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিত্রনায়ক রুবেল

    সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিত্রনায়ক রুবেল

    কর্মী সংকটে সুইডেনে বন্ধ হচ্ছে বাংলাদেশি রেস্তোরাঁ

    কর্মী সংকটে সুইডেনে বন্ধ হচ্ছে বাংলাদেশি রেস্তোরাঁ

    সাবলেটে থাকা নারী বহিরাগত এনে বাসায় চালালেন লুটপাট, নিয়ে গেলেন শিশুকেও

    সাবলেটে থাকা নারী বহিরাগত এনে বাসায় চালালেন লুটপাট, নিয়ে গেলেন শিশুকেও

    স্পেনে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

    স্পেনে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

    নেতাকর্মীদের খোলার মাঠে রেখে পালিয়ে যান শেখ হাসিনা: সারজিস আলম

    নেতাকর্মীদের খোলার মাঠে রেখে পালিয়ে যান শেখ হাসিনা: সারজিস আলম

    স্যামসন–তিলকের ব্যাটে ‘মহাপ্রলয়’,ভারতের বড় জয়

    স্যামসন–তিলকের ব্যাটে ‘মহাপ্রলয়’,ভারতের বড় জয়

    ‘আমার হাতে আর মাত্র ১০ বছর রয়েছে’

    ‘আমার হাতে আর মাত্র ১০ বছর রয়েছে’

    মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়ন বন্ধ, ভোগান্তিতে প্রবাসীরা

    মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়ন বন্ধ, ভোগান্তিতে প্রবাসীরা

    রাজশাহীতে বাসচাপায় নিহত ২

    রাজশাহীতে বাসচাপায় নিহত ২