মালয়েশিয়ার পর্যটন মেলায় স্থান পেল বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৪ দিন ব্যাপি আন্তর্জাতিক পর্যটন ও সংস্কৃতি মেলায় স্থান পেল বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি। মালয়েশিয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, ৩ অক্টোবর থেকে শুরু হওয়া এ সম্মেলনে অংশ নেয় বাংলাদেশসহ ২০ টিরও বেশি দেশ। সম্মেলনের শেষ বাংলাদেশসহ ছয়টি দেশ তাদের দেশীয় সাংস্কৃতিক প্রদর্শনী উপস্থাপন করে।

রবিবার ( ৬ অক্টোবর ) মেলার শেষ দিনে প্রবাসী বাংলাদেশিদের একটি দল বাংলাদেশের সাংস্কৃতিক পরিবশেনা তুলে ধরে। পরিবেশনায় বাংলাদেশের ঐতিহ্য, ঋতুবৈচিত্র ও বিভিন্ন উৎসব তুলে ধরা হয়।

মেলায় আগত বিপুলসংখ্যক বিদেশি অতিথি ও দর্শনার্থী এই ১৫ মিনিট ব্যাপি এই মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন এবং এই উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। এ সময় বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান প্রনব কুমার ভট্টাচার্য্য, কাউন্সেলর (রাজনৈতিক) ফারহানা আহমেদ চৌধুরী, প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ এবং প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

হাইকমিশন এর উদ্যোগে এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে বিদেশিদের কাছে বাংলাদেশের পর্যটনস্থানসমূহকে এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতি তুলে ধরা হয়। বাংলাদেশের বুথে আগত এবং সাংস্ত্রতিক পরিবেশনায় উপস্থিত বিভিন্ন দেশের দর্শনার্থীরা বাংলাদেশ ভ্রমণের বিষয়ে তাদের আগ্রহ ব্যক্ত করেন।

উল্লেখ্য, মালয়েশিয়া তথা আসিয়ান অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন পণ্য ও সেবাকে পরিচিত করার লক্ষ্যে হাইকমিশন নিয়মিত বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করে আসছে এবং গত ৪ মাসে ৮টি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করেছে বলেও হাইকমিশন সূত্রে জানা গেছে।

  • Related Posts

    জুমার পর যমুনার সামনে বড় জমায়েতের ডাক হাসনাত আব্দুল্লাহর

    ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলছে।   শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর যমুনার সামনে…

    Continue reading
    নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি

    ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করেছে। কারণ ভারতের হামলার পর পাকিস্তানও পাল্টা হামলা শুরু করেছে। বৃহস্পতিবার (৮ মে) রাতে ভারতের বেশ কিছু স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এ…

    Continue reading

    জুমার পর যমুনার সামনে বড় জমায়েতের ডাক হাসনাত আব্দুল্লাহর

    জুমার পর যমুনার সামনে বড় জমায়েতের ডাক হাসনাত আব্দুল্লাহর

    নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি

    নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি

    নতুন পোপ হলেন রবার্ট প্রেভোস্ট

    নতুন পোপ হলেন রবার্ট প্রেভোস্ট

    ডা. সেলিনা হায়াত আইভীকে গ্রেফতার করেছে পুলিশ।

    ডা. সেলিনা হায়াত আইভীকে গ্রেফতার করেছে পুলিশ।