বৌদ্ধবিহারে জলাবদ্ধতায় পর্যটকদের বিড়ম্বনা

 নওগাঁর সোমপুর বিহার। পাল বংশের রাজা ধর্মপাল অষ্টম শতকের শেষের দিকে নির্মাণ করেন এ বিহারটি।

যা আজ ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার নামে পরিচিত। দেশীয় পর্যটকের পাশাপাশি বছরজুড়ে বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকে বিহার প্রাঙ্গণ। তবে বেশ কয়েক বছর ধরে বিহারের চারপাশে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে দর্শনার্থীদের। অন্যদিকে তৈরি হয়েছে বিহার দেবে যাওয়ার আশঙ্কা।

বছরজুড়েই পাহাড়পুর দেখতে ভিড় জমে দেশি বিদেশি পর্যটকদের। তবে বিহার প্রাঙ্গণে জলাবদ্ধতায় তৈরি হয়েছে বিড়ম্বনা। কাছে এসেও বিহারের সৌন্দর্য দেখতে হচ্ছে অনেক দূর থেকে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে বিহার এলাকায় জমে থাকে পানি। ফলে তৈরি হয়েছে দেবে যাওয়ার আশঙ্কা। ঐতিহাসিক স্থানের এমন দশায় ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটকরা।

পাহাড়পুর দর্শনে আসা বগুড়া জেলার শিক্ষার্থী মো. মাহাবুব আলম বলেন, এর আগেও দুইবার পাহাড়পুরে আসা হয়েছিল। তবে এবার পাহাড়পুরের মূল বিহারের চারিপাশের জলাবদ্ধতায় ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। বিহারের এলাকার ঘুরে দেখতে কাদা লেগে পোশাক নষ্ট হচ্ছে। আবার অনেকেই ত দূর থেকেই দেখে চলে যাচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়। এত দূর থেকে এসে যদি কাছে থেকে পাহাড়পুরকে দেখতে না পায় তাহলে ত এসে লাভ নেই।

দিনাজপুর জেলার শিক্ষক মোজাহার আলী পরিবারসহ দেখতে এসেছেন পাহাড়পুর বৌদ্ধবিহার। প্রথমবার পাহাড়পুরে দেখতে এসে বিড়ম্বনার শিকার হয়েছেন তিনি। মোজাহার আলী বাংলানিউজকে জানান, এতদিন বই আর টেলিভিশনে পাহাড়পুরের সৌন্দর্য দেখেছেন তিনি। তবে কাছ থেকে দেখে পাহাড়পুরকে আরো সুন্দর লাগছে। তবে জলাবদ্ধতা অনেক বড় একটা সমস্যা। ভালোভাবে বিহার পরিদর্শন করা যাচ্ছে না। কাদা পানিতে একাকার হয়ে নষ্ট হচ্ছে জামা-কাপড়। এসব সমস্যা সমাধানে কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

পাহাড়পুরে রাজস্ব আদায়ের তথ্য অনুযায়ী, গেলো ২০২১-২২ অর্থ বছরের রাজস্ব আদায় হয়েছে প্রায় ৭৬ লাখ ৭১ হাজার টাকা, ২০২২-২৩ অর্থ বছরে  রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকা, এবং সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ৩৫ লাখ টাকা।

যেখানে প্রতিবছর কোটি টাকা রাজস্ব আদায় হয়, এমন ঐতিহাসিক স্থানের বেহাল পানি নিষ্কাশন ব্যবস্থা ভাবিয়ে তুলছে সচেতনকে। পাহাড়পুর নিয়ে যারা গবেষণা করেন তাদের মতে এমন জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হলে ক্ষতির মুখে পড়বে পাহাড়পুর বৌদ্ধবিহার। রয়েছে বিহার দেবে যাওয়ার আশঙ্কাও।  

পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান মুহাম্মদ ফজলুল করিম জানান, জলাবদ্ধতা একটা বড় সমস্যা পাহাড়পুরের জন্য। বছরের ৩ মাস এ জলাবদ্ধতা থাকে। আমরা চেষ্টা করি বিহার এলাকায় পানি জমলে বের করে দেওয়ার। তবে এসব সমস্যা স্থানীয় সমাধানে কার্যকরী উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি খুব দ্রুত এসব সমস্যার সমাধান হবে। তবে আমরা চেষ্টা করছি পাহাড়পুর থেকে পাশের একটি নদী পর্যন্ত যদি ক্যানেল করে পানি বের করা যায়, তাহলে এর স্থায়ী সমাধান হবে।

  • Rofiq Kazi

    Related Posts

    মণিপুরে ৬ মেইতেইকে অপহরণ হত্যা করল কুকি বাহিনী

    সন্দেহভাজন কুকি বিদ্রোহীদের তুলে নিয়ে যাওয়া ৬ মেইতেই জাতিগোষ্ঠির সদস্যের লাশ উদ্ধার করেছে আসাম পুলিশ।   মেইতেইদের দাবি, সশস্ত্র কুকি-মার বাহিনী ত্রাণশিবির থেকে এই ছ’জনকে অপহরণ করেছিল। উদ্ধার করা লাশের…

    Continue reading
    গৃহবধূর লাশ ফ্রিজে পুলিশের গ্রেপ্তার করা তিন আসামির ভাষ্য ‘একই রকম’

    বগুড়ার দুপচাঁচিয়ায় বাসায় ঢুকে গৃহবধূ উম্মে সালমাকে (৫০) হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রাখার ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার তিন আসামি একই রকমের ভাষ্য দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার সঙ্গে জড়িত…

    Continue reading

    মণিপুরে ৬ মেইতেইকে অপহরণ হত্যা করল কুকি বাহিনী

    মণিপুরে ৬ মেইতেইকে অপহরণ হত্যা করল কুকি বাহিনী

    গৃহবধূর লাশ ফ্রিজে পুলিশের গ্রেপ্তার করা তিন আসামির ভাষ্য ‘একই রকম’

    গৃহবধূর লাশ ফ্রিজে পুলিশের গ্রেপ্তার করা তিন আসামির ভাষ্য ‘একই রকম’

    সিরিজ হার ঠেকাতে পাকিস্তানের চাই ১৪৮

    সিরিজ হার ঠেকাতে পাকিস্তানের চাই ১৪৮

    সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিত্রনায়ক রুবেল

    সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিত্রনায়ক রুবেল

    কর্মী সংকটে সুইডেনে বন্ধ হচ্ছে বাংলাদেশি রেস্তোরাঁ

    কর্মী সংকটে সুইডেনে বন্ধ হচ্ছে বাংলাদেশি রেস্তোরাঁ

    সাবলেটে থাকা নারী বহিরাগত এনে বাসায় চালালেন লুটপাট, নিয়ে গেলেন শিশুকেও

    সাবলেটে থাকা নারী বহিরাগত এনে বাসায় চালালেন লুটপাট, নিয়ে গেলেন শিশুকেও

    স্পেনে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

    স্পেনে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

    নেতাকর্মীদের খোলার মাঠে রেখে পালিয়ে যান শেখ হাসিনা: সারজিস আলম

    নেতাকর্মীদের খোলার মাঠে রেখে পালিয়ে যান শেখ হাসিনা: সারজিস আলম

    স্যামসন–তিলকের ব্যাটে ‘মহাপ্রলয়’,ভারতের বড় জয়

    স্যামসন–তিলকের ব্যাটে ‘মহাপ্রলয়’,ভারতের বড় জয়

    ‘আমার হাতে আর মাত্র ১০ বছর রয়েছে’

    ‘আমার হাতে আর মাত্র ১০ বছর রয়েছে’