সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের স্বপ্ন পূর্ণ হলো না বাংলাদেশের। ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা খোয়ালো লাল সবুজরা।
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সোমবার (৩০ সেপ্টেম্বর) ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলার যুবারা।
শিরোপার লড়াইয়ে শুরু থেকে আধিপত্য ছিল ভারতের। প্রথমার্ধে বেশ কয়েকবার লিড পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল তাদের সামনে। কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় তারা জালে বল জড়াতে পারেনি। বিপরীতে আক্রমণে খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে নিজেদের আধিপত্য ধরে রাখে ভারত। এ অর্ধে সাফল্যের দেখা পেতেও খুব বেশি বেগ পেতে হয়নি তাদের। ৫৮ মিনিটে দলকে লিড এনে দেন মোহাম্মদ কাইফ। ডান প্রান্ত থেকে করা কর্নার দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে হেডে জালে জড়ান কাইফ। বাংলাদেশের গোলরক্ষকের তাকিয়ে দেখা ছাড়া বিকল্প ছিল না।
এরপর সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশ। তবে তাদের অগোছালো আক্রমণ প্রতিপক্ষের রক্ষণে খুব একটা ভয়ের সঞ্চার করতে পারেনি। দুর্বল শটগুলো অনায়াসে গ্লাভসবন্দি করে নেন ভারতের গোলরক্ষক।
যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দ্বিতীয় গোলটি হজম করলে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের হার। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ভারতের ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ আরবাস। ২-০ গোলের জয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত।