পিএসএলে ফিরে নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছেন সাকিব

দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে নিজের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

করাচি কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা জানান তিনি।

সম্প্রতি লাহোরে যোগ দিয়ে এক ম্যাচ খেলেছেন সাকিব। সেই ম্যাচে ব্যাট হাতে প্রথম বলেই আউট হন তিনি। পরে বল হাতে ২ ওভারে দেন ১৮ রান। তবে তার দল ম্যাচ জিতে নেয় ২৬ রানে। প্রথম ম্যাচে ভালো না করলেও মাঠে ফিরে বেশ স্বস্তি পাচ্ছেন তিনি।

সাকিব বলেন, “খেলার মধ্যে না থাকলে শরীর কেমন প্রতিক্রিয়া দেয় সেটা দেখতে হয়। অনেকদিন পর মাঠে নামলে একটু ভিন্ন লাগে, তবে আমার জন্য অভিজ্ঞতাটা ভালোই হয়েছে। সামনে লাহোর কালান্দার্সের ম্যাচগুলো আমার জন্য আরও ভালো হবে বলে আশা করছি। “

প্লে-অফ নিশ্চিত করতে করাচির বিপক্ষে জয়ের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। “প্লে-অফে যেতে হলে আমাদের জয় খুবই গুরুত্বপূর্ণ। করাচি কিংস অনেক ভালো দল, আমাদের সেরা খেলাটাই খেলতে হবে,” বলেন সাকিব।

পিএসএলে নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে সাকিব বলেন, “গত ১০ বছরে পিএসএলের অনেক উন্নতি দেখেছি। আমি কয়েকবার এই লিগে খেলেছি এবং প্রতিবারই ভালো অভিজ্ঞতা হয়েছে। এটা প্রতিনিয়ত বড় হচ্ছে, এবং এটা ইতিবাচক দিক। “

লাহোর কালান্দার্সের ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি, “দলের পরিবেশ খুব চমৎকার। শাহিন আফ্রিদি ও হারিস রউফের মতো ফাস্ট বোলারদের সঙ্গে এবার একই দলে খেলছি, যাদের আগে প্রতিপক্ষ হিসেবে দেখেছি। এখন একসঙ্গে খেলার মাধ্যমে আমরা একে অপরকে আরও ভালোভাবে জানার সুযোগ পাচ্ছি। “

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেছেন সাকিব, “আমি এখন বিভিন্ন লিগ খেলতে চাই, পিএসএলও তার মধ্যে রয়েছে। সামনের চার-পাঁচ মাসে কী হবে জানি না, তবে এখন আমার কিছু চুক্তি আছে। যেগুলো থাকছে, সেগুলো আমি খেলব। “

এছাড়া আসন্ন পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ নিয়েও আশাবাদী সাকিব, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভালো একটা সিরিজ হবে আশা করি। দুই দলেরই অনেক তরুণ ও উদ্যমী খেলোয়াড় রয়েছে। তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজ হবে। “

  • Related Posts

    ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ স্ট্যাটাস আমার ব্যক্তিগত মতামত ফয়েজ আহমদ তৈয়্যব

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তবে এ পোস্টটি তার ব্যক্তিগত মতামত বলে…

    Continue reading
    ইন্দোনেশিয়ার ৫.৭ মাত্রার ভূমিকম্প, শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

    ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। এতে ১০০টিরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের খবর…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ স্ট্যাটাস আমার ব্যক্তিগত মতামত ফয়েজ আহমদ তৈয়্যব

    ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ স্ট্যাটাস আমার ব্যক্তিগত মতামত ফয়েজ আহমদ তৈয়্যব

    ইন্দোনেশিয়ার ৫.৭ মাত্রার ভূমিকম্প, শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

    ইন্দোনেশিয়ার ৫.৭ মাত্রার ভূমিকম্প, শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

    মাদারীপুর সড়কে ইজিবাইক-রিকশার জটলা, যানজটে দুর্ভোগ

    মাদারীপুর সড়কে ইজিবাইক-রিকশার জটলা, যানজটে দুর্ভোগ

    চরম উইকেটখরা, দেড় দিনে বাংলাদেশি বোলারদের ঝুলিতে মাত্র ৪ উইকেট!

    চরম উইকেটখরা, দেড় দিনে বাংলাদেশি বোলারদের ঝুলিতে মাত্র ৪ উইকেট!

    সাবানের বিজ্ঞাপনে তামান্না, কর্নাটকে ব্যাপক বিক্ষোভ

    সাবানের বিজ্ঞাপনে তামান্না, কর্নাটকে ব্যাপক বিক্ষোভ

    অবৈধ অভিবাসীদের সুখবর দিল ফ্রান্স

    অবৈধ অভিবাসীদের সুখবর দিল ফ্রান্স

    দুপুরের মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, হতে পারে ঝড়

    দুপুরের মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, হতে পারে ঝড়

    লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি জব্দ ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট

    লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি জব্দ ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট

    হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করলেন ট্রাম্প

    হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করলেন ট্রাম্প

    ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮৫ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮৫ ফিলিস্তিনি নিহত