
চলতি আইপিএল থেকে রাজস্থান রয়্যালসের বিদায় নিশ্চিত হয়ে গেছে অনেক আগেই। তবে নিয়ম রক্ষার্থে তাদের আরও কয়েকটি ম্যাচ খেলতে হয়েছে। আজ মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচটি ছিল এবারের আসরে সঞ্জু স্যামসনের দলের শেষ ম্যাচ।
মিশন সফল না হলেও মৌসুমের শেষটা ভালো হয়েছে রাজস্থানের। জয় দিয়েই আইপিএল যাত্রা শেষ করেছে তারা। মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাইকে ৬ উইকেটে হারিয়েছে রাজস্থান।
আগে ব্যাট করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই করে ৮ উইকেটে ১৮৭। জবাবে ১৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।
চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ২০ বলে ৪৩ রান করে আয়ুশ এমহার্তে। দওয়াল্ড ব্রেভিস ২৫ বলে ৪২ ও শিবম দুবে ৩২ বলে ৩৯ রান করেন। বাকিদের কেউ ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি।
রাজস্থানের হয়ে বৈভব সূর্যবংশী ৩৩ বলে ৫৭, স্যামসন ৩১ বলে ৪১, যশস্বী জয়সওয়াল ১৯ বলে ৩৬ ও ধ্রুব জুরেল ১২ বলে ৩১ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন।
বল হাতে রাজস্থানের হয়ে যুবভীর সিং ৩ আর চেন্নাইয়ের ২ উইকেট শিকার করেন রবীচন্দ্রন অশ্বিন।