
স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যার্পণে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম-২) ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। আগামী ১৯ মে থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলবে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত।
শুক্রবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল এ ঘোষণা দেন।
এক বিবৃতিতে তিনি বলেন, বিদেশি নাগরিক যারা বৈধ পাস ছাড়াই মালয়েশিয়া প্রবেশ করেছেন বা অতিরিক্ত সময় ধরে অবস্থান করছেন তাদের ৫০০ রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) জরিমানা দিয়ে নিজ দেশে ফিরতে পারবেন। আর যারা তাদের প্রবেশ পাসের শর্তাবলী লঙ্ঘন করেছেন তাদের ৩০০ রিঙ্গিত জরিমানা দিতে হবে। এছাড়া একটি বিশেষ পাসের জন্য দিতে হবে ২০ রিঙ্গিত।
তিনি আরও বলেন, ১৮ বছরের কম বয়সি বিদেশি শিশুরা যাদের পাস ছাড়া আনা হয়েছে তাদের কোনো জরিমানা দিতে হবে না। তবে, তাদের অভিভাবকদের বিশেষ পাসের জন্য জরিমানা দিতে হবে। আর যারা এর আগের প্রত্যাবান কর্মসূচিতে আবেদন করেছিলেন কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরতে ব্যর্থ হয়েছেন তারাও নতুন কর্মসূচির আওতায় পড়বেন না। ইমিগ্রেশন বিভাগ কর্তৃক কালো তালিকাভুক্তরাও এ কর্মসূচির আওতায় যেতে পারবে না।
পিআরএম-২ অনুযায়ী, যাদের বিদেশি স্বামী বা স্ত্রী অতিরিক্ত সময় ধরে মালয়েশিয়ায় অবস্থান করেছেন, তাদের পাস পুনর্বিন্যাস করার জন্য ইমিগ্রেশনের ভিসা, পাস ও পারমিট বিভাগে উপস্থিত হতে হবে।