
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দুই ঘণ্টা অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শুক্রবার (৯ মে) রাত পৌনে ৯টার দিকে মহাসড়কের সীতাকুণ্ড পৌর সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেন তারা।
অবরোধের কারণে মহাসড়কের সীতাকুণ্ড পৌর সদর থেকে উভয় দিকে অন্তত ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগ পড়েন যাত্রী ও চালকেরা। যানজটে আটকা পড়ে গরমের মধ্যে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

তিনি বলেন, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় আসেন। এরপর তারা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। মহাসড়কে তারা প্রায় দুই ঘণ্টার মতো অবরোধ করে রাখেন। পরে পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে দেন তারা।
সীতাকুণ্ড থানার পরিদর্শক তদন্ত মো. আলমগীর বলেন, আন্দোলনকারীদের মহাসড়ক অবরোধের কারণে উভয় দিকে অন্তত ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এ যানজট নিরসনের কাজ শুরু করে। এতে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রী ও চালকেরা।