অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে লাখ টাকা ও যাত্রা খরচ দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের দেশ ছাড়তে এক হাজার ডলার দেওয়ার পাশাপাশি যাত্রার ব্যয় বহনের প্রতিশ্রুতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশি মুদ্রায় এই প্রণোদনার পরিমাণ প্রায় ১ লাখ ২১ হাজার টাকা।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম সোমবার (৫ মে) এক ঘোষণায় বলেন, গ্রেফতার এড়াতে যুক্তরাষ্ট্র ত্যাগ করার সবচেয়ে ভালো, নিরাপদ ও সাশ্রয়ী উপায় হলো স্বেচ্ছাপ্রস্থান।

যারা এই প্রণোদনা গ্রহণ করবেন, ভবিষ্যতে তাদের বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফেরার পথ উন্মুক্ত হতে পারে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প অবৈধ অভিবাসন দমনে বড় ধরনের অভিযান শুরু করেন। এর মধ্যে রয়েছে একটি পুরোনো যুদ্ধকালীন আইন প্রয়োগের মতো বিতর্কিত কৌশল, যা এরই মধ্যে কিছু আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে।

দেশত্যাগে আগ্রহী অভিবাসীদের জন্য ‘সিবিপি হোম’ নামে একটি অ্যাপ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারবেন।

এই স্কিমের আওতায় যারা নাম লেখাবেন, তাদের আটক করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (ডিএইচএস)। তারা আরও জানিয়েছে, এরই মধ্যে একজন ‘অবৈধ অভিবাসী’ এই প্রণোদনার আওতায় শিকাগো থেকে হন্ডুরাসে ফেরার টিকিট পেয়েছেন।

ডিএইচএসের হিসাবে, একজন অভিবাসীকে গ্রেফতার, আটক ও দেশ থেকে বহিষ্কারের গড় ব্যয় ১৭ হাজার ডলারেরও বেশি। তাই এই স্বেচ্ছাপ্রস্থান কর্মসূচি খরচ সাশ্রয় করবে বলে বিশ্বাস তাদের।

তবে এই পরিকল্পনার সমালোচনাও রয়েছে। ডেমোক্র্যাট দলের ডোমিনিকান-আমেরিকান কংগ্রেসম্যান আদ্রিয়ানো এসপেইয়াত ‘এক্স’ (সাবেক টুইটার)-এ লিখেছেন, আমরা কাউকে টাকা দিয়ে দেশ ছাড়তে বলি না। আমরা এমন একটি দেশ গড়ি, যেখানে সবাইকে জায়গা দেওয়া হয়।

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প তার অভিবাসন নীতি সফল হিসেবে তুলে ধরছেন। তিন মাসের মধ্যে অবৈধ সীমান্ত অতিক্রমের হার উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করেছে তার প্রশাসন। গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে মাত্র সাত হাজারের কিছু বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যা রেকর্ড পরিমাণ কম।

তবে ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত যত সংখ্যক অভিবাসীকে বহিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ করতে পারেনি। এছাড়া জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রচেষ্টাও আদালতে আটকে গেছে।

  • Related Posts

    বড় ধরনের সংস্কার রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না

    যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি ভিন্নমত ও প্রতিক্রিয়া জ্ঞাপন করার…

    Continue reading
    এনআইডি জালিয়াতি রোধে কোনো প্রতিষ্ঠানকে ঢালাও তথ্য দেবে না ইসি

    জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্যভাণ্ডারের সুরক্ষা নিশ্চিত ও জালিয়াতি রোধে, সেবাদাতা কোনো প্রতিষ্ঠানকে আর ঢালাও তথ্য দেবে না নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে কেবল তথ্যের সঠিকতা আছে কিনা তা যাচাই করে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বড় ধরনের সংস্কার রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না

    বড় ধরনের সংস্কার রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না

    এনআইডি জালিয়াতি রোধে কোনো প্রতিষ্ঠানকে ঢালাও তথ্য দেবে না ইসি

    এনআইডি জালিয়াতি রোধে কোনো প্রতিষ্ঠানকে ঢালাও তথ্য দেবে না ইসি

    বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাজ্য ও ভারত

    বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাজ্য ও ভারত

    সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ১৯ বাংলাদেশি আটক

    সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ১৯ বাংলাদেশি আটক

    বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন সামিত সোম

    বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন সামিত সোম

    চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

    চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

    ইতালিতে ৩০ লাখ কর্মক্ষম জনসংখ্যা কমবে, বাড়বে বাংলাদেশিদের সুযোগ!

    ইতালিতে ৩০ লাখ কর্মক্ষম জনসংখ্যা কমবে, বাড়বে বাংলাদেশিদের সুযোগ!

    উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা

    উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা

    অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে লাখ টাকা ও যাত্রা খরচ দেবেন ট্রাম্প

    অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে লাখ টাকা ও যাত্রা খরচ দেবেন ট্রাম্প

    নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেল ভটভটি, যুবক নিহত

    নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেল ভটভটি, যুবক নিহত