
মেট গালা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত আর্টস কস্টিউম ইনস্টিটিউট মেট্রোপলিটন মিউজিয়াম এর জন্য একটি উৎসব। এটি আনুষ্ঠানিকভাবে কস্টিউম ইনস্টিটিউট গালাও বলা হয় এবং মেট বল নামেও পরিচিত। প্রতিক্ষীত এই ফ্যাশন ইভেন্ট শুরু হয়েছে এবার। এই আসরে নজর কাড়লেন বলিউড বাদশা শাহরুখ খান।
২০২৫-এর মেট গালার লাল গালিচায় প্রথমবার হাঁটলেন বলিউডের কিং শাহরুখ খান। বাদশাহী স্টাইলে শাহরুখের মেট গালা অভিষেক আরও একবার কিং খানের ভক্তদের ফিরিয়ে নিয়ে গেল সেই নব্বইয়ের দশকে।
ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে নজর কাড়লেন বলিউড সুপারস্টার। পরনে কালো স্যুট, কোমরবন্ধ আর কালো সিল্কের শার্টের সঙ্গে টেলকোট। শরীরে ভারী গহনার সমাহার, দোসর হাতের ছড়ি। ভি-নেক শার্টের সামনে ‘কে’ অক্ষর লেখা পেনডেন্ট সকলের নজর কেড়েছে।
এভাবেই ক্লাসিক লুকে মেট গালার কার্পেটে ইতিহাস রচনা করলেন কিং খান। ভারতের প্রথম কোনও অভিনেতা (পুরুষ) মেট গালায় ইতিহাস সৃষ্টি করলেন।
ফ্যাশনের ‘বিগেস্ট নাইট’-এ শাহরুখের প্রথম আবির্ভাব যেন মেট গালায় দ্যুতি ছড়িয়েছে। বিদেশের মাটিতে শাহরুখের বাদশাহী লুকে আরও একবার মুগ্ধ অনুরাগীরা।
গতবছর সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে মেট গালার রেড কার্পেটে বাজিমাত করেছিলেন আলিয়া ভাট। বিদেশের মাটিতেও দু’হাত তুলে আইকনিক পোজে ভক্ত হৃদয়ে ঝড় তুলেছেন বলিউডের বাদশা।