১০ টাকায় খাবার পেয়ে খুশি সাড়ে ৪শত মানুষ

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লার মুরাদনগরে ১০টাকায় খাবার পেলেন দিনমজুর, পথচারী, যানবাহন শ্রমিক, শিক্ষার্থী ও ভিক্ষুকসহ সাড়ে চারশো মানুষ।

সোমবার (৫ই মে) দুপুরে উপজেলা সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সেচ্ছাসেবী সংগঠন মানব সেবায় মি. ফানের সার্বিক তত্বাবধানে ও প্রবাসী, সংগঠনের সদস্য ও সাধারণ মানুষের অর্থায়নে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
দুপুরে ১২টা থেকে এই কার্যক্রম শুরু হয়ে শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত।

খাবারের আয়োজনে ছিলো সাদা ভাত, মুরগির মাংস, ডাল, সাথে ছিলো ফিল্টার করা খাবার পানি। একঝাক তরুণ সেচ্ছাসেবীদের শ্রমে ১০টাকায় খাবারের কার্যক্রমটি বাস্তবায়িত হয়।

অটোরিক্সা চালক জাহাঙ্গীর মিয়া বলেন, ১০টাকায় মাংস দিয়ে পেট ভর্তি খাবার খেয়ে খুবই ভালো লাগছে। আমি দোয়া করি এমন আয়োজন যেন সব সময় করতে পারে।
পথচারী আমির হোসেন বলেন যারা এই আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানাই। দোয়া করি আল্লাহ যেনো তাদের ভাল রাখে।

মানবসেবায় মি. ফান সংগঠনের সমন্নয়ক মাহবুব আলম শাকিল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি বিভিন্ন এলাকায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। এটা দেখে আমরাও মুরাদনগরের দরিদ্র ও শ্রমিক, প্রতিবন্ধি, নিম্ন আয়ের মানুষ, ভিক্ষুকদের জন্য এই খাবারের আয়োজন করি।
দশটাকায় খাবারের বিষয়ে তিনি বলেন, ১০টাকার অর্থ হলো কেউ যেন বিনামূল্যে খাবার পেয়ে নিজে অসহায় মনে না করে তাই ১০টাকার বিনিময়ে খাবার কিনে খেয়েছে।
আমাদের মেসেজ ছিলো “এখানে খাবার খেয়ে যাবেন, টাকা নিয়ে ভাববেন না, যা ইচ্ছা তাই দিবন, না দিলেও সমস্যা নাই।

  • Related Posts

    উপদেষ্টা পরিষদের বিবৃতি দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার

    ‘অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে। কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে…

    Continue reading
    রাত ১টার মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    রাত ১টার মধ্যে দেশের ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২৪ মে) বিকেল ৩টা থেকে দিবাগত…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    উপদেষ্টা পরিষদের বিবৃতি দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার

    উপদেষ্টা পরিষদের বিবৃতি দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার

    রাত ১টার মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    রাত ১টার মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    আইফোন যুক্তরাষ্ট্রে তৈরিতে ট্রাম্পের চাপ থাকলেও বাস্তবায়ন কঠিন

    আইফোন যুক্তরাষ্ট্রে তৈরিতে ট্রাম্পের চাপ থাকলেও বাস্তবায়ন কঠিন

    যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা বিদেশি শিক্ষার্থীদের জন্য দুয়ার খুলছে হংকং

    যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা বিদেশি শিক্ষার্থীদের জন্য দুয়ার খুলছে হংকং