
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের (বিএসওএম) নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ‘মিট অ্যান্ড গ্রিট সেশন’ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে পরিচিতি সভার আয়োজন করে সংগঠনটি। এতে নবনির্বাচিত নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন সভাপতি আসাদুল্লাহ আল গালীব (রাব্বি)-এর সার্বিক তত্ত্বাবধানে, সঞ্চালনায় ছিলেন আদিবা আহমেদ এবং সমন্বয়ে ছিলেন আসিফ ও সিফাত।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসওএমর উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ মাহবুব কারিম, শরিফুল ইসলাম ইব্রাহিম হক চৌধুরী, আল-আমিন প্রমুখ।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের আগামী এক বছরের বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
কমিটির উল্লেখযোগ্য নেতারা হলেন, সিনিয়র সহ-সভাপতি: সিফাত রহমান, সহ-সভাপতি রিয়াদ হোসেন, আসিফ, তোফজ্জল, রাশনী সারা। যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আদিবা আহমেদ, আশিকুর রহমান। অর্থ সম্পাদক সালমা আক্তার, রুবাইয়া।
যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফাহাদ। মিডিয়া ও আইটি সম্পাদক শাওন, যুগ্ম রাকিবুল, শহীদুল। যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক বেলাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: সাইয়ারা জামান। ক্রীড়া সম্পাদক জামান, যুগ্ম: বেলাল, মো. সাইফ সাদিকসহ আরও অনেকে। অনুষ্ঠানে ১৮থেকে ২০টি ভার্সিটির ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় বিএসওএম। বাংলাদেশি শিক্ষার্থীদের সবচেয়ে সক্রিয় ও সমৃদ্ধ একটি প্ল্যাটফর্ম। সংগঠনটি শিক্ষার্থীদের কল্যাণ, নেতৃত্বগুণ বিকাশ ও একতা প্রতিষ্ঠায় কাজ করে চলেছে।