
মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ১৬৫ বাংলাদেশিসহ মোট ৫০৬ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে কুয়ালালামপুরের জালান বারাত, জালান মেলাতি ও জালান ইম্বি ও এর আশেপাশের ছয়টি আবাসিক ব্লকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইমিগ্রেশন বিভাগের এ তৎপরতায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস ও পাসের শর্ত লঙ্ঘন এবং অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং অবৈধ অভিবাসীদের নিয়োগকারী ব্যবসা পরিচালনার অভিযোগে ১৬৫ বাংলাদেশিসহ মোট ৫০৬ জন বিদেশীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এই অভিযানে বিভিন্ন বাহিনীর প্রায় ১৮৫ জন সদস্যের সহায়তায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে ১৬৫ বাংলাদেশি ছাড়াও নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। যাদের সবার বয়স ২৫ থেকে ৬৫ বছর।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রথমে ৮৯৫ প্রবাসীর কাগজপত্র যাচাই বাছাই করা হয়। যাদের মধ্যে ৫০৬ জনকে আটক করা হয়। কিছুদিন পরপর ইমিগ্রেশন পুলিশের এমন অভিযানে আতঙ্কে প্রবাসীরা।
এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মোট ৫২ হাজার ৩১৮ প্রবাসির কাগজপত্র যাচাই বাছাই শেষে ২২ হাজার ৪৮৬ জনের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।
এছাড়া অবৈধ বিদেশিদের কাজ দেয়ার অভিযোগে ৪৯১ জন নিয়োগকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিবাসন বিভাগ। আটক হওয়াদের পরবর্তী তদন্তের জন্য বর্তমানে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।