নাঙ্গলকোটে পরীক্ষায় নকলের দায়ে যুবকের কারাদণ্ড, বহিষ্কার ১৫ জন শিক্ষার্থী

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে নকল সরবরাহের চেষ্টাকালে ইমরান হোসেন (১৯) নামের এক যুবককে হাতেনাতে আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ডাঃ যোবায়েদা হান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খাঁন।

ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে পেরিয়া ইউনিয়নের ডাঃ যোবায়েদা হান্নান হাই স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে যান ম্যাজিস্ট্রেট রাফিদ খাঁন। এর আগে কেন্দ্রটির ট্যাগ অফিসার শহীদুল ইসলাম নিয়মিত পরিদর্শনের সময় লক্ষ্য করেন, এক যুবক পরীক্ষা কেন্দ্রে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। কিছু সময় পর ওই যুবক একটি লিখিত কাগজ (নকল) হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তা এক আত্মীয় পরীক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে।

তাৎক্ষণিকভাবে ট্যাগ অফিসার বিষয়টি বুঝতে পেরে পুলিশকে জানান। পুলিশের সহযোগিতায় ইমরান হোসেনকে কেন্দ্রের তৃতীয় তলা থেকে আটক করা হয়। এরপর তাকে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আটকের পর ইমরান হোসেনকে গাড়িতে করে উপজেলা কার্যালয়ে নেওয়ার সময় পথে কিছু উত্তেজিত এলাকাবাসী গাড়ির গতিরোধ করে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিরাপদে তাকে উপজেলা কার্যালয়ে নিয়ে যান।

একই দিন জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে মোট ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বহিষ্কৃতদের মধ্যে রয়েছে—দারুল আফসারুল উলূম কামিল মাদ্রাসার ৪ জন,ধাতিশ্বর স্কুল অ্যান্ড কলেজের ২ জন,
জোড্ডা আলিম মাদ্রাসার ৫ জন,জোড্ডা উচ্চ বিদ্যালয়ের ৪ জন।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খাঁন বলেন, “পরীক্ষায় নকল সরবরাহের মতো গুরুতর অপরাধে জড়িত থাকার কারণে অভিযুক্ত যুবককে আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চাই, পরীক্ষার পরিবেশ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত থাকুক। প্রশাসন কঠোর অবস্থানে আছে।”

তিনি আরও বলেন, “পরীক্ষার স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে। কেউ নকলের আশ্রয় নিলে কিংবা সহায়তা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

শিক্ষার মান উন্নয়নে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থান এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। অভিভাবকরাও আশা করছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের নৈতিকতা ও সৎ পথে পরীক্ষায় অংশগ্রহণে উৎসাহিত করবে।

  • Related Posts

    নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ

    নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ‍্য- তা দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন,…

    Continue reading
    কঙ্গোতে নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮, নিখোঁজ শতাধিক

    কঙ্গো নদীতে ভয়াবহ নৌকা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। শুক্রবার (১৮ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, গত মঙ্গলবারের ওই…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ

    নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ

    কঙ্গোতে নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮, নিখোঁজ শতাধিক

    কঙ্গোতে নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮, নিখোঁজ শতাধিক

    কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল পথচারীর

    কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল পথচারীর

    শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে রোনালদোর আল নাসর

    শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে রোনালদোর আল নাসর

    দুই বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি আইসিইউতে

    দুই বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি আইসিইউতে

    মালয়েশিয়ায় অভিজাত রেস্তোরাঁয় অভিযান, ১০ বাংলাদেশিসহ আটক ৪৫ অভিবাসী

    মালয়েশিয়ায় অভিজাত রেস্তোরাঁয় অভিযান, ১০ বাংলাদেশিসহ আটক ৪৫ অভিবাসী

    রেললাইনে বাস, কয়েক সেকেন্ডের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

    রেললাইনে বাস, কয়েক সেকেন্ডের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

    গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি

    গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি

    দুপুরের মধ্যে যেসব জেলার ওপর ঝড়ের শঙ্কা

    দুপুরের মধ্যে যেসব জেলার ওপর ঝড়ের শঙ্কা

    ১৪ ওভারের ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে দুইয়ে উঠে এলো পাঞ্জাব

    ১৪ ওভারের ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে দুইয়ে উঠে এলো পাঞ্জাব