বাংলাদেশিদের অনুদানে গাজায় মাসজুড়ে ইফতার বিতরণ

মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংস্থা ‘ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ এর সহায়তায় বাংলাদেশের মানবিক সংস্থা ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজায় ১০০ পরিবারের মাঝে বিতরণ করেছে রান্না করা ইফতার ও পানীয়।

ফিলিস্তিনিদের সহায়তা দিতে গঠিত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংস্থা ‘ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ এর চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম সাকিব জানান, আমরা ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত অসহায় গাজাবাসীদের কাছে সংগঠনের পক্ষ থেকে গাজার একটি মানবিক সংগঠনের সহায়তায় বাংলাদেশিদের দেওয়া অনুদানে পুরো রমজানজুড়ে ১০০ পরিবারে জন্য রান্না করা ইফতার বিতরণ করেছি।

তিনি বলেন, কিছুদিন আগে যুদ্ধবিরতি বন্ধ হওয়ার, গাজার সঙ্গে মিশরের সীমান্ত বন্ধ করে দেওয়ায়, ত্রাণ সামগ্রী গাজায় পৌঁছানো বন্ধ হয়ে যায়। এই সময়ে সেখানে তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিলে আমরা তাদের সাহায্য করার উদ্যোগ নেই এবং পুরো রমজানজুড়ে প্রতিদিন অন্তত ১০০ পরিবারের মধ্যে ইফতার বিতরণ ও পানীয় বিতরণ করি।

সাকিব বলেন, আমরা এর আগে হাজার হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করেছি, যা ৪০০ এর বেশি পরিবারের মাঝে বণ্টন করা হয়েছে। এছাড়াও আমরা গৃহহীন মানুষদের জন্য অস্থায়ী তাঁবু এবং মসজিদ নির্মাণ করেছি, গাজায় চারটি গৃহহীন পরিবারকে সাময়িক বাসস্থানের জন্য তাঁবু দিয়ে ঘর তৈরি করে দিয়েছি। কায়রোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যুদ্ধাহত ফিলিস্তিনি ভাই ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা করে আসছি। পবিত্র ঈদুল ফিতরের পরেও অসহায় ফিলিস্তিনিদের জন্য আমাদের এই সহযোগিতা চলমান থাকবে।

  • Related Posts

    জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

    জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সভাটি শুরু হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।…

    Continue reading
    কাঁচপুরে বাসের ধাক্কায় পিকআপ উল্টে একই পরিবারের আহত ৭

    নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপভ্যান উল্টে একই পরিবারের সাতজন আহত হয়েছেন। আহতরা হলেন- ছায়ারানী দাস (৫০), চায়না রানী দাস (৪৫), বাসন্তী রানী দাস (৫০), অমূল্য দাস (৫২),…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

    জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

    কাঁচপুরে বাসের ধাক্কায় পিকআপ উল্টে একই পরিবারের আহত ৭

    কাঁচপুরে বাসের ধাক্কায় পিকআপ উল্টে একই পরিবারের আহত ৭

    গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৭

    গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৭

    বিতর্কিত ওয়াকফ বিল পাসে বিক্ষোভে উত্তাল ভারত, গ্রেপ্তার ৪০

    বিতর্কিত ওয়াকফ বিল পাসে বিক্ষোভে উত্তাল ভারত, গ্রেপ্তার ৪০