
মালদ্বীপে পবিত্র রমজান মাসের মধ্যেও চলছে ব্যাপক ধরপাকড় অভিযান। দেশটিতে অবৈধভাবে অবস্থান ও ব্যবসা পরিচালনা করার দায়ে এই অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৭ মার্চ) রাতে ইমিগ্রেশন ওয়াচের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৩২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থা।
সংস্থাটি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী মালের হিথিলাজের মাচাঙ্গোলি-২ এর একটি ভবনে বসবাসকারী ৭৬ জন প্রবাসীর নথিপত্র পরীক্ষা করে তাদের মধ্যে ৩২ জনকে আটক করে অভিবাসন হেফাজতে নেয়া হয়েছে।
আটককৃতদের মধ্যে কেউ কেউ অবৈধভাবে অবস্থান করাসহ তাদের নিয়োগকর্তাদের কাছ থেকে পালিয়ে এসেছিলেন বলে জানায় অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থাটি।
সাম্প্রতিক সময়ে মালদ্বীপে যথাযথ বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারী অসংখ্য অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। যার বেশিরভাগই ছিল প্রবাসী বাংলাদেশি।