কুয়েটে সব ধরনের রাজনীতি বন্ধ, জড়িত শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সব ধরনের রাজনীতি বন্ধ থাকবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩তম সভায় ছাত্র রাজনীতি বন্ধের পূর্বের ঘোষণা কঠোরভাবে অনুসরণ এবং বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এছাড়াও মঙ্গলবারের হামলার ঘটনায় জড়িত বহিরাগতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একইসঙ্গে সরাসরি জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করবে।

এছাড়া সভায় মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষী শিক্ষার্থীদের খুঁজে বের করাসহ পূর্ণাঙ্গ তদন্তের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার কুয়েটে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। দুপুর থেকে শুরু হওয়া পালটাপালটি ধাওয়া বিকাল পর্যন্ত চলে। এ ঘটনায় অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে গুরুতর আহতাবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, মঙ্গলবার সকাল থেকে কুয়েটের ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠনের নতুন সদস্য অন্তর্ভুক্ত করার জন্য ফরম বিতরণ শুরু করেন। এ খবরে শিক্ষার্থীরা দুপুরে বিক্ষোভ মিছিল বের করেন। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। এ সময় তারা ‘ছাত্র রাজনীতির ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই’, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এলে ছাত্রদল সমর্থিতদের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুগ্রুপের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। একপর্যায়ে সংঘর্ষ ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, সংঘর্ষের সময় ছাত্রদলের সঙ্গে বহিরাগতরা ছিল। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।

এদিকে মঙ্গলবারের সংঘর্ষের সময় রামদা হাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রামদা হাতে তার দাঁড়িয়ে থাকার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

  • Related Posts

    খিলগাঁও মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

    রাজধানীর খিলগাঁও মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিন ইউনিট। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি…

    Continue reading
    রমজানে মসজিদে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ করলো সৌদি আরব

    রমজানে মসজিদে নামাজের সময় ছবি বা ভিডিও করা বন্ধে পদক্ষেপ নিয়েছে সৌদি আরবের ইসলামিবিষয়ক মন্ত্রণালয়। বলা হয়েছে, নামাজের সময় মুসল্লি ও ইমামের ছবি বা ভিডিও করার জন্য কেউ ক্যামেরা ব্যবহার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খিলগাঁও মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

    খিলগাঁও মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

    রমজানে মসজিদে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ করলো সৌদি আরব

    রমজানে মসজিদে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ করলো সৌদি আরব

    থ্রি-হুইলারের নিচে চাপা পড়ে নিহত চালক, আহত ২ শ্রমিক

    থ্রি-হুইলারের নিচে চাপা পড়ে নিহত চালক, আহত ২ শ্রমিক

    আফগানিস্তানের সামনে বড় লক্ষ্য বেধে দিলো দক্ষিণ আফ্রিকা

    আফগানিস্তানের সামনে বড় লক্ষ্য বেধে দিলো দক্ষিণ আফ্রিকা

    অটো চালাচ্ছেন সালমান

    অটো চালাচ্ছেন সালমান

    কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফেরত পাঠালো ৪৫ বাংলাদেশিকে

    কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফেরত পাঠালো ৪৫ বাংলাদেশিকে

    মহান একুশে শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ

    মহান একুশে শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ

    তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়: ট্রাম্প

    তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়: ট্রাম্প

    সিরাজগঞ্জে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা, নিহত ২

    সিরাজগঞ্জে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা, নিহত ২

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান