সিনেমার নতুন জুটি সজল-ফারিয়া, ‘জিন থ্রি’ আসবে ঈদে

গেল কয়েক বছরে তাকে নাটকে প্রায় দেখাই যায় না বলা চলে। সিনেমায় মন দিয়েছেন ছোটপর্দার বড় তারকা সজল। তাই বিরতি দিয়েছেন ছোটপর্দায়। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জিন’ ও ‘জিন টু’ ছবি দিয়ে বেশ সাড়া জাগিয়েছেন অভিনেতা সজল।

দুটি ছবিতেই তার বিপরীতে ছিলেন পূজা চেরী। কিন্তু তৃতীয় কিস্তিতে নায়িকা বদলে যাচ্ছে। পূজার পরিবর্তে আসছেন নুসরাত ফারিয়া। এই ছবি দিয়ে প্রথমবারের মতো তিনি বড় পর্দায় জুটি বাঁধবেন সজলের সঙ্গে।

জানা গেছে ‘জিন থ্রি’ ছবিটি মুক্তি পাবে আসছে রোজা ঈদে। পরিচালক কামরুজ্জামান রোমান এরইমধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছেন।

সজল জানান, চলতি মাসের শুরুতে মুন্সিগঞ্জে গিয়েছিলেন তিনি। সেখানেই হয়েছে ছবিটির নির্মাণকাজ। গত সোমবার নবাবগঞ্জে শুটিং শেষ করে ঢাকায় ফিরে এসেছেন। তার সঙ্গে ফিরেছেন নুসরাত ফারিয়াও। দৃশ্যের শুটিং সব শেষ। কিছু অ্যাকশন ও গানের শুটিং বাকি। সেগুলোও রোজার আগেই শেষ হবে।

নির্মাতা রোমান জানান, গানের শুটিং দিয়ে এ সিনেমার শুটিং শেষ হবে। যেহেতু রোজা ঈদেই ছবিটি মুক্তির ইচ্ছে তাই পুরোদমে কাজ চলছে।

এর আগে ‘জিন’ ছবিটি মুক্তি পায় ২০২৩ সালে। ‘মোনা: জিন টু’ মুক্তি পায় ২০২৪ সালে। দেশের দর্শকদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল ছবি দুটি। সেই রেশ ‘জিন’ সিরিজের তৃতীয় পর্বেও থাকবে দাবি করে সজল জাগো নিউজকে বলেন, ‘আগের পর্বগুলোর চেয়ে এবার আরও অনেক বেশি রোমাঞ্চ থাকবে, টুইস্ট থাকবে। অনেক যত্ন নিয়ে পরিচালক ছবিটি বানাচ্ছেন। ঈদের ছবি হিসেবে যেন বিনোদনের কমতি না থাকে সেই চেষ্টা আছে। অনেক কষ্ট করে কাজ করছি আমরা। সময়ও যেহেতু কম তাই প্রেশার বেশি নিতে হচ্ছে। আমার বিশ্বাস, ছবিটি দর্শকের মন ভরাবে।’

রোমান বলেন, ‘নতুন সিক্যুয়েলটির গল্প নিয়ে এখনই কিছু বলতে চাইছি না। তবে হরর ঘরানার যে ধরনের সিনেমা দর্শক আশা করেন, তেমন গল্প নিয়ে কাজ করছি। দর্শকদের জন্য অনেক চমক অপেক্ষা করছে, আশা করি তারা হতাশ হবেন না।’

তিনি আরও জানান, ছবিতে সজল ও ফারিয়া দারুণ অভিনয় করেছেন। নতুন জুটি হিসেবে দর্শক তাদের মাঝে ভালোলাগা খুঁজে পাবেন বলেও প্রত্যাশা তার।

  • Related Posts

    কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

    কাতার পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে চার দিনের সফরে কাতারের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে…

    Continue reading
    গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৯

    গাজায় স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। এর মধ্যে গাজা সিটির একটি ক্যাম্পে চালানো হামলায় চারজন নিহত হয়েছে। চিকিৎসাকর্মীরা এ…

    Continue reading

    কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

    কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

    গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৯

    গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৯

    টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩

    টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩

    কলকাতাকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিলো গুজরাট

    কলকাতাকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিলো গুজরাট

    গাজাবাসীর পাশে দাঁড়িয়ে যা লিখলেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি

    গাজাবাসীর পাশে দাঁড়িয়ে যা লিখলেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি

    বিডিএক্সপ্যাটস এর উদ্যোগে কুয়ালালামপুরে বসছে “বৈশাখী মেলা”

    বিডিএক্সপ্যাটস এর উদ্যোগে কুয়ালালামপুরে বসছে “বৈশাখী মেলা”

    ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

    ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

    বাণিজ্য যুদ্ধ যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোর প্রতি পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

    বাণিজ্য যুদ্ধ যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোর প্রতি পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

    ছাএদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

    ছাএদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

    টেবিলটপার গুজরাটের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে কলকাতা

    টেবিলটপার গুজরাটের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে কলকাতা