কক্সবাজারের টেকনাফে পাহাড়ে অবস্থান করে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতির সময় ১৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী। তাদের মধ্যে আটজন বাংলাদেশি ও আটজন রোহিঙ্গা। আর একজন মানবপাচাকারীকে আটক করা হয়।
তিনি হলেন- টেকনাফের বাহারছড়া মধ্যম কচ্ছপিয়া গ্রামের মো. গফুরের ছেলে মো. আব্দুল্লাহ (২৫)।
নৌবাহিনীর সূত্রে জানা যায়, শনিবার (২৫ জানুয়ারি) গোপন সংবাদ আসে যে, বাহারছড়ার মধ্যম কচ্ছপিয়া পাহাড়ে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে ৪০-৫০ জনকে কয়েকটি ঘরে জমা রাখা হয়েছে। এ তথ্য পেয়ে টেকনাফ নৌবাহিনীর একটি দল মানবপাচার চক্রের মূলতোহা কেফায়াত উল্লাহকে আটকের চেষ্টা করে। তবে কেফায়েত উল্লাহ পাহাড়ের দিকে পালিয়ে যান। এরপর তাকে ধরতে গেলে পাহাড়ের বিভিন্ন ঢালে মালয়েশিয়াগামী ভিকটিমদের পাওয়া যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নৌবাহিনীর একটি দল সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গা নারী-শিশুকে উদ্ধার করেছে। এসময় এক পাচারকারীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।