
হাবিবুর রহমান মুন্না।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ৫৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে আগামী শনিবার (১৫ মার্চ) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬-১১ মাস ও ১২-৫৯ মাস বয়সী মোট ৫৫ হাজার ১৯১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) নগর ভবনের অতিন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম।
তিনি বলেন, “সারা দেশের মতো কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। নগরীর ১১৪টি কেন্দ্রে ৫৫ হাজার ১৯১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে দুইজন স্বেচ্ছাসেবক ও প্রতিটি ওয়ার্ডে দুইজন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।”
এ কর্মসূচির আওতায় ৬-১১ মাস বয়সী ৭ হাজার ৮২৫ শিশুকে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় এ কর্মসূচির সফল বাস্তবায়নে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। নির্ধারিত কেন্দ্রগুলোতে দক্ষ স্বেচ্ছাসেবক ও সুপারভাইজারদের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শতভাগ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের আওতায় আনা। এজন্য অভিভাবকদের সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা শিশুদের অপুষ্টি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারবো।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া, মেডিকেল অফিসার ডা. চন্দনা রাণী দেবনাথ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. জহিরুল ইসলামসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।