সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান আসিফ নজরুলের

বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (৪ মে) রিয়াদে সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের সাইডলাইন বৈঠকে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

 প্রবাসী কল্যাণ উপদেষ্টা ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ ফুটবলসহ মেগা ইভেন্ট আয়োজন এবং মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান।

এছাড়া তিনি ওয়ার্ক ভিসা প্রদানের পূর্বে নিয়োগকর্তার সক্ষমতা ও কাজের সুযোগ আছে কি না তা যাচাই করা, সৌদি আরবে আগমনের পূর্বে অনলাইনে নিয়োগচুক্তি স্বাক্ষর, সৌদি শ্রম আইন, শ্রম সংস্কৃতি এবং অন্যান্য জরুরি বিষয় সম্পর্কে নারী ও পুরুষ কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স প্রণয়নের প্রস্তাব করেন।

উপদেষ্টা সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান এবং প্রয়োজনে এক বা একাধিক প্রশিক্ষণ কেন্দ্র শুধু সৌদিগামী কর্মীদের প্রশিক্ষণের জন্য সংরক্ষিত রাখার বিষয়েও তার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের  প্রশিক্ষকগণকে সৌদি আরবে কারিগরি ও ভাষাগত দক্ষতার ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদানের জন্যও অনুরোধ জানান যাতে তারা দেশে ফিরে সৌদিগামী কর্মীদেরকে উন্নত প্রশিক্ষণ প্রদান করতে পারেন।

আসিফ নজরুল জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গৃহকর্মীদের প্রশিক্ষণের মেয়াদ হ্রাসকরণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সৌদি মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন দেশের গৃহকর্মীদের জন্য প্রণিত সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে আগ্রহ ব্যক্ত করেন। নারী গৃহকর্মীদেরকে সৌদি গৃহে ব্যবহৃত অত্যাধুনিক গৃহসরঞ্জামাদির ব্যবহার ও আরবি ভাষায় প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা এই বছরের ৩০ জানুয়ারিতে অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরবে বাংলাদেশি অনিয়মিত কর্মীদের সুনির্দিষ্ট সমস্যা সমাধানে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণের সমন্বয়ে প্রতিশ্রুত ওয়ার্কিং টিম গঠন করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি জানুয়ারি অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সের সাইডলাইন বৈঠকে সৌদি ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে তার পূর্বের সাক্ষাতের কথা স্মরণ করেন এবং পূর্ববর্তী বৈঠকে আলোচিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এরইমধ্যে বাস্তবায়িত হওয়ায় সৌদি ভাইস মিনিস্টারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল সৌদি আরবের রাজধানী রিয়াদের কিংডম টাওয়ারে সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনে প্যানেল আলোচক হিসাবে অংশগ্রহণ করেন।

তিনি উন্নয়নশীল দেশে সম্পদ, দক্ষ জনবল ও উন্নত প্রযুক্তির সীমাবদ্ধতা এবং গবেষণা ও উদ্ভাবনী উদ্যোগের অভাব, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত আইন বাস্তবায়নে প্রভাবশালী ব্যক্তি বা মহলের অনীহা ও অনাগ্রহকে এবং তা আইন বাস্তবায়নে দুর্বলতাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন।

এই সম্মেলনে উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এছাড়াও জর্ডানের শ্রমমন্ত্রী খালেদ মাহমুদ আল বক্করের সঙ্গে অপর একটি সাইডলাইন বৈঠকে জর্ডানে নারী কর্মীদের পাশাপাশি কৃষি, পর্যটন ও নির্মাণখাতে  উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগ এবং দক্ষ কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। এছাড়া নিজেদের মধ্যে তথ্য বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে পদক্ষেপ নিতে উভয় পক্ষ সম্মত হন।

এছাড়াও উপদেষ্টা ড. আসিফ নজরুল ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালক আজার বাইরামভের সঙ্গে অপর একটি বৈঠকে ওআইসিভুক্ত মুসলিম ভ্রাতৃপ্রতীম দেশের শ্রম সহযোগিতা বৃদ্ধি এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে একযোগে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

  • Related Posts

    বেইলি রোডের সিরাজ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, ছাদ থেকে উদ্ধার ১৮ জন

    রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ টাওয়ারের নিচতলায় বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৫ মে) রাত ৭টা ৪৭ মিনিটে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে…

    Continue reading
    বেইলি রোডে রেস্তোরাঁয় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

    রাজধানীর বেইলি রোডের সিরাজ টাওয়ারের দশতলা ভবনের নিচতলায় একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বেইলি রোডের সিরাজ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, ছাদ থেকে উদ্ধার ১৮ জন

    বেইলি রোডের সিরাজ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, ছাদ থেকে উদ্ধার ১৮ জন

    বেইলি রোডে রেস্তোরাঁয় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

    বেইলি রোডে রেস্তোরাঁয় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

    গাজা ‘দখলের পরিকল্পনা’ ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন

    গাজা ‘দখলের পরিকল্পনা’ ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন

    ১০ টাকায় খাবার পেয়ে খুশি সাড়ে ৪শত মানুষ

    ১০ টাকায় খাবার পেয়ে খুশি সাড়ে ৪শত মানুষ

    কুমিল্লায় কাজ ছেড়ে আদালত ফটকে বসে পড়েছে কর্মচারীরা

    কুমিল্লায় কাজ ছেড়ে আদালত ফটকে বসে পড়েছে কর্মচারীরা

    ১৫ বছর ও ৬৯৪ ম্যাচ পর ক্যারিয়ারে প্রথম শিরোপা

    ১৫ বছর ও ৬৯৪ ম্যাচ পর ক্যারিয়ারে প্রথম শিরোপা

    অস্ট্রেলিয়ায় সাফার তিন নাটক

    অস্ট্রেলিয়ায় সাফার তিন নাটক

    সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান আসিফ নজরুলের

    সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান আসিফ নজরুলের

    যানজট এড়াতে ডিএমপির নির্দেশনা, মঙ্গলবার এক্সপ্রেসওয়েতে চলবে বাইক ও সিএনজি

    যানজট এড়াতে ডিএমপির নির্দেশনা, মঙ্গলবার এক্সপ্রেসওয়েতে চলবে বাইক ও সিএনজি

    চীনে পর্যটকবাহী নৌকা উল্টে ১০ জনের মৃত্যু

    চীনে পর্যটকবাহী নৌকা উল্টে ১০ জনের মৃত্যু