
আরও একবার শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বোলারদের বিপক্ষে দাপট দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। কিন্তু ম্যাচটা শেষ করা গেলো না। বাংলাদেশের ইনিংস ৩৯.১ ওভার হতেই বৃষ্টির কারণে পরিত্যক্ত সিরিজের ষষ্ঠ ও শেষ অনানুষ্ঠানিক ওয়ানডে। ফলে ছয় ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশের যুবারা।
কলম্বোতে একটুর জন্য সেঞ্চুরি মিস করেছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তিন নম্বরে নেমে ১১১ বলে ৭ চার আর ২ ছক্কায় ৯৪ করে আউট হন তিনি।
দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার জাওয়াদ আবরার এই ম্যাচে ৭ বল খেলে ০ রানেই সাজঘরের পথ ধরেন। আরেক ওপেনার কালাম সিদ্দিকী ৪৫ বলে করেন ৩১ রান।
৩৯.১ ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩ উইকেটে ১৮৮ রান তুললে বন্ধ হয়ে যায় ম্যাচ। রিজান হোসেন ৪৮ আর মোহাম্মদ আবদুল্লাহ ৫ রানে অপরাজিত ছিলেন।