
‘সুর চুরি’র অভিযোগে অস্কারজয়ী ভারতীয় সংগীতজ্ঞ এ আর রাহমানকে ২ কোটি রুপি জরিমানা করেছে আদালত। অভিযোগ, তিনি ‘শিব স্তুতি’র সুর চুরি করেছেন। এ কারণে কপিরাইট লঙ্ঘনের মামলায় জরিমানার মুখে পড়তে হল তাকে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত মণিরত্নমের ‘পোন্নিয়িন সেলভান ২’ সিনেমার ‘বীরা রাজা বীরা’ গানটি করেছিলেন এ আর রাহমান। অভিযোগ, ‘বীরা রাজা বীরা’ গানটি নাসির ফৈয়াজউদ্দিন দাগার ও তার ভাই জাহিরুদ্দিন দাগার তৈরি শিবা স্তুতি থেকে চুরি করেছিন রাহমান।
এ বিষয়ে ২০২৩ সালে জাহিরুদ্দিনের ছেলে উস্তাদ ফৈয়াজ ওয়াসিফউদ্দিন দাগার গান ব্যবহারে নিষেধাজ্ঞা জারি ও ক্ষতিপূরণের দাবি আদালতের দ্বারস্থ হন। অবশেষে সেই মামলায় দিল্লি হাইকোর্ট জানিয়েছেন, অভিযোগটি ভুল নয়। দু’টি গান আসলে একই। শুধু গানের কথায় সামান্য বদল করা হয়েছে।
যদিও এ আর রাহমানের আইনজীবীর দাবি, ‘শিব স্তুতি’ হিন্দুস্তানি ধ্রুপদী সংগীতের উপর নির্ভর করে তৈরি। তাই সেই সুর যে কেউ ব্যবহার করতে পারেন। কিন্তু আদালত সেই দাবি খারিজ করে দিয়েছে।
দিল্লি হাইকোর্টের নির্দেশ, জরিমানার পাশাপাশি ওটিটি এবং অন্যান্য অনলাইন প্ল্যার্টফর্মে ক্রেডিট তালিকায় জুনিয়র দাগার ব্রাদার্সের নাম দিতে হবে।