
সুইডেনের রাজার কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানী স্টকহোমে রাজপ্রাসাদে রাজা কার্ল ষোড়শ গুস্তাফের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।
এসময় তিনি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে সুইডেনের রাজা ও দেশটির জনগণকে শুভেচ্ছা জানান।
রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার এবং গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন সম্পর্কে রাজাকে অবহিত করেন। সুইডেনের রাজা বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন।
রাষ্টদূত ওয়াহিদা আহমেদ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সুইডেনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করার পাশাপাশি রোহিঙ্গা ইস্যু সম্পর্কে রাজাকে অবহিত করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন তিনি।
এদিন প্রথা অনুযায়ী রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদকে ঘোড়ার গাড়িতে করে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অভ্যর্থনা জানান সুইডেনেরে রাজা। এরপর তার সঙ্গে একান্তে বৈঠক করেন।
এ সময় কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তারা রাজপ্রাসাদে উপস্থিত ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সেলর আমরিন জাহান ও প্রথম সচিব শাহ মো. আশরাফুল আলম মোহন।