প্লে অফের সমীকরণে এগিয়ে থাকতে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ দুর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইকার্সের। এমন সমীকরণে প্রথমে ব্যাট করে সিলেটের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিলো রাজশাহী।
বিপিএলে শুক্রবার (১৭ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করেছে রাজশাহী। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেছেন রায়ান বার্ল। সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রুয়েল মিয়া।
ঢাকা ও সিলেট পর্ব শেষে খুব একটা ভালো অবস্থানে নেই রাজশাহী। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে ছয়ে অবস্থান তাসকিনদের। রাজশাহীর মতো অনেকটা একই অবস্থা সিলেটের। আরিফুল হকের দল ৬ ম্যাচের ৪ টাতেই হেরেছে। প্লে অফের দৌড়ে টিকে থাকতে তাই জয়ের ধারায় ফিরতে হবে দুই দলকেই।
এমন সমীকরণে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাট করে যায় রাজশাহী। তবে বড় বাউন্ডারিতে ছক্কা হাঁকানোর ফাঁদে পড়ে ক্যাচ তুলে দেয়ায় ইনিংস বড় করা হয়নি ব্যাটারদের।
ওপেনার মোহাম্মদ হারিস ১৪ বলে ২ ছক্কার মারে ১৯ রান করে আউট হওয়ার পর ২ ছক্কা ও ১ চারের মারে ১৮ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন জিসান আলম। ওয়ান ডাউনে নামা অধিনায়ক এনামুল হক বিজয় ৩ চার ও ২ ছক্কায় ২২ বলে ৩২ রান করে কট বিহাইন্ড হন।
২ চার ও ১ ছক্কায় ১০ বলে ১৯ রান করে বাউন্ডারিতে ধরা পড়েন ইয়াসির আলী। একইভাবে আউট হন রায়ান বার্লও। জহুর আহমেদে ঝড় তুলতে থাকা এ ব্যাটার ২৭ বলে ৪ ছক্কা ও ১ চারের মারে ৪১ রানে বিদায় নেন। শেষদিকে মৃত্যুঞ্জয় চৌধুরী ৬ বলে ১২, আকবর আলী ১৫ বলে ১৪ আর মার্ক দেয়া ৮ বলে ৭ রান করেন।
সিলেটের হয়ে বোলিংয়ে নৈপুণ্য দেখান নাহিদুল ইসলাম। ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় তিনি শিকার করেন ২ উইকেট। সর্বোচ্চ ৩ উইকেট নেয়া রুয়ের মিয়ার খরচ ৩২ রান।