
তরুণ প্রজন্মের অন্যতম সফল নায়ক সিয়াম আহমেদ। ছোট পর্দায় সফলতার সঙ্গে ক্যারিয়ার শুরু করে জনপ্রিয়তা পেয়েছেন বড় পর্দাতেও। ঈদের খুশি বাড়াতে এবারের ঈদুল ফিতরে দর্শকদের জন্য ‘জংলি’ সিনেমা নিয়ে আসছেন অভিনেতা।
চিত্রনায়ক সিয়াম শুধু অভিনয় দিয়ে নয়, অসাধারণ ব্যক্তিত্বের কারণেও তার ভক্তের সংখ্যা অসংখ্য। জনপ্রিয় এ অভিনেতা ১৯৯০ সালের ২৯ মার্চ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
২০১৩ সালে এয়ারটেল বাংলাদেশ টেলিফোন কোম্পানির বিজ্ঞাপন দিয়ে মিডিয়ার আগমন ঘটে তার। ২০১৪ সালে রোমান্টিক নাটক ‘ভালবাসা ১০১’ দিয়ে ছোট পর্দায় অভিষেক হয়। প্রথম নাটকেই বাজিমাত করেন তিনি।
অভিনয় জীবনে ক্যারিয়ার গড়লেও লন্ডনে আইন বিষয়ে পড়াশুনা শেষ করেন সিয়াম। ২০১৮ সালে জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে সিনেমাজগতে কাজ শুরু করেন তিনি।
সিয়াম অভিনীত প্রথম সিনেমা ‘পোড়ামন ২’। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার দর্শকমহল সাড়া ফেলে সিনেমাটি। এরপর থেকে একের পর এক সিনেমায় নিয়মিত কাজ করছেন।
তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে দহন, বিশ্বসুন্দরী, টান, অপারেশন সুন্দরবন, অর্ন্তজাল ইত্যাদি। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাচসাস পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কার, ভারত বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো অসংখ্য পুরস্কার।
এবারের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে আসছে সিয়াম অভিনীত নতুন সিনেমা ‘জংলি’। এ সিনেমায় অভিনেতা একাধিক লুকে দর্শকদের সামনে হাজির হবেন। নির্মাতা এম রহিমের এ সিনেমায় সিয়ামের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি এবং শবনম বুবলী।