‘সিকান্দার’র ব্যর্থতায় ভাইজানের পাশে দাঁড়ালেন নওয়াজউদ্দিন

ভাইজান খ্যাত বলিউড তারকা সালমান খানের ‘অন্তিম’, ‘কিসি কি ভাই কিসি কি জান’ সিনেমা দুটি একেবারেই ভালো করেনি। ‘টাইগার ৩’সিনেমাটিও প্রত্যাশা পূরণ করেতে পারেনি দর্শকদের। এ অবস্থায় ‘সিকান্দার’সিনেমাটিকে ঘিরে আশায় বুক বেঁধেছিলেন সালমান অনুরাগীরা। তবে এ সিনেমাটিও ব্যবসা সফল হতে পারেনি।

পর পর সিনেমা সাড়া ফেলতে না পারার বিষয়টি স্বাভাবিকভাবেই সালমান খানকে হতাশায় ফেলে দিয়েছে। কিন্তু ‘সিকান্দার’সিনেমার ব্যর্থতার জন্য একা সালমানকে দোষ দেওয়াটা মানতে পারছেন না নওয়াজউদ্দিন সিদ্দিকি। ‘কিক’, ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় সালমানের এ সহ-অভিনেতা তার পাশে দাঁড়িয়েছেন।

কিছুদিন আগে এক বিনোদন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন নওয়াজ। সেই সাক্ষাৎকারে ‘সিকান্দার’র ব্যর্থতায় সালমান অনুরাগীদের হতাশা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ঠিক আছে, একটা সিনেমা না হয় চলেনি। কিন্তু তার কী সব সিনেমা আছে! সেই জন্যই তো তিনি সুপারস্টার! এমনো সব সিনেমা তিনি করেছেন যেগুলো আহামরি কিছু নয়। তবু তার উপস্থিতির কারণেই সেগুলো ব্যাপক হিট হয়েছে। আমি ‘সিকান্দার’ দেখিনি। কাজেই সিনেমাটি নিয়ে কিছু বলতে পারব না। কিন্তু সুপারস্টারের ক্ষমতা থাকে সাধারণ সিনেমাকেও বড় হিটে পরিণত করার। ভাইজান যদি কোনো সিনেমা করতে রাজি হন, তাহলে পরিচালকেরও দায় থাকে। কেননা তার হাতে সালমানের ফ্যান বেস রয়েছে। সেটা মাথায় রাখাটা ওঁর বিরাট দায়িত্ব।’

নওয়াজউদ্দিন আরও বলেন, ‘কেবল ভাইজানের দিকে আঙুল তোলা ঠিক নয়। নির্মাতাদেরও খাটতে হবে। আপনারা সলমনকে পেয়েছেন, তাহলে বাকি জিনিসগুলোও ঠিক করে দিতে হবে। পরিচালক ও নির্মাতারা সেটা দিতে ব্যর্থ হলে সুপারস্টারের দিকে আঙুল তোলাটা ঠিক নয়।’

সালমান খানের ‘সিকান্দার’ সিনেমার বাজেট ছিল ২০০ কোটি রুপি। জানা গেছে, ভারতে সিনেমাটির কালেকশন ১৫৩ কোটির রুপির মতো। ভারতের বাইরে ৫৮ কোটি রুপি। সব মিলিয়ে সিনেমাটির গ্রস আয় ২১১.৩৪ কোটি রুপি। অর্থাৎ কোনো মতে সিনেমাটির নির্মাণের খরচ উঠেছে। এরপর স্যাটেলাইট রাইট ইত্যাদিতে হয়তো আরও কিছু আয় হবে। কিন্তু সালমানের মতো মহাতারকার সিনেমার পরিস্থিতি তার ভক্তদের প্রত্যাশিত নয়। প্রিয় নায়কের পরপর ব্যর্থতায় তারা হতাশ। এই পরিস্থিতিতে ভাইজানের পাশে নওয়াজউদ্দিন দাঁড়ালেন।

  • Related Posts

    আহত তৌসিফ মাহবুব

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব আহত হয়েছেন। ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’তে (সিসিটি) অংশ নিতে প্রাকটিস সেশনে খেলতে গিয়ে শনিবার (৩ মে) তিনি আহত হন। চোট প্রসঙ্গে তৌসিফ সংবাদমাধ্যমকে…

    Continue reading
    নীতির প্রশ্নে আপসহীন এগিয়ে চলার অঙ্গীকার মালয়েশিয়া প্রবাসী তরুণদের

    নীতির প্রশ্নে আপসহীন এগিয়ে চলার অঙ্গীকার নিয়ে ঘোষিত হয়েছে মালয়েশিয়াস্থ প্রবাসী তরুণ শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)-এর ‘সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার কমিটি সেশন-২০২৫’। এতে আগামী সেশনের জন্য মোহাইমিনুল ইসলামকে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আহত তৌসিফ মাহবুব

    আহত তৌসিফ মাহবুব

    নীতির প্রশ্নে আপসহীন এগিয়ে চলার অঙ্গীকার মালয়েশিয়া প্রবাসী তরুণদের

    নীতির প্রশ্নে আপসহীন এগিয়ে চলার অঙ্গীকার মালয়েশিয়া প্রবাসী তরুণদের

    রাতের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়

    রাতের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়

    হুথির ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক

    হুথির ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক

    মুরাদনগরে শিক্ষার্থীদের জোরপূর্বক রাজনৈতিক মিছিলে নেয়ার অভিযোগে পাল্টাপাল্টি মিছিল

    মুরাদনগরে শিক্ষার্থীদের জোরপূর্বক রাজনৈতিক মিছিলে নেয়ার অভিযোগে পাল্টাপাল্টি মিছিল

    গোল পেলেন মেসি, জয়ে ফিরলো মিয়ামি

    গোল পেলেন মেসি, জয়ে ফিরলো মিয়ামি

    ‘সিকান্দার’র ব্যর্থতায় ভাইজানের পাশে দাঁড়ালেন নওয়াজউদ্দিন

    ‘সিকান্দার’র ব্যর্থতায় ভাইজানের পাশে দাঁড়ালেন নওয়াজউদ্দিন

    এপ্রিলে এলো ২৭৫ কোটি ডলারের রেমিট্যান্স

    এপ্রিলে এলো ২৭৫ কোটি ডলারের রেমিট্যান্স

    দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ১০ অঞ্চলে

    দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ১০ অঞ্চলে

    পাকিস্তানি রেঞ্জারকে আটক করলো ভারত, নিয়ন্ত্রণরেখায় ভয়াবহ সংঘর্ষ

    পাকিস্তানি রেঞ্জারকে আটক করলো ভারত, নিয়ন্ত্রণরেখায় ভয়াবহ সংঘর্ষ