সালমানের বাড়ির নিরাপত্তা ভাঙার চেষ্টা, যুবক ও নারী গ্রেফতার

বলিউড সুপারস্টার সালমান খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে নিরাপত্তা ভাঙার চেষ্টা করায় এক যুবক ও এক নারীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

মুম্বাই পুলিশ সূত্রে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অভিযুক্তরা হলেন—ছত্তিসগড়ের বাসিন্দা জিতেন্দ্র কুমার সিং (২৩) এবং ঈশা ছাবড়া (৩২)। তারা গত মঙ্গলবার ও বুধবার আলাদা আলাদাভাবে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রবেশের চেষ্টা করেন।

মুম্বাই পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে জিতেন্দ্র কুমার সিং সালমান খানের বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিলেন। নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মী তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তিনি রেগে গিয়ে নিজের মোবাইল ফোন ভেঙে ফেলেন।

পরে সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ ওই যুবক ভবনের এক বাসিন্দার গাড়ির পেছন দিয়ে লুকিয়ে সালমানের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন। তবে পুলিশ কর্মী তাকে ফের ধরে ফেলে এবং তাকে সরাসরি বান্দ্রা থানায় হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদে জিতেন্দ্র কুমার জানান, তিনি সালমান খানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাকে ঢুকতে না দেওয়ায় তিনি গোপনে প্রবেশের চেষ্টা করেন।

এদিকে, বুধবার ভোর ৩টা ৩০ মিনিটের দিকে একই ধরণের চেষ্টা করেন ঈশা ছাবড়া নামের এক ৩২ বছরের নারী। এমনকি তিনি অ্যাপার্টমেন্টের লিফট পর্যন্ত পৌঁছে যান। তবে পুলিশ সেখানে তাকে ধরে ফেলে।

পরে দুজনের বিরুদ্ধেই অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

অতীতের নিরাপত্তা হুমকি

এর আগে গত বছরের ১৪ এপ্রিল সালমান খানের বাড়ির সামনে গুলি চালায় দুই বাইক আরোহী। তদন্তে উঠে আসে, ঘটনাটি ছিল লরেন্স বিষ্ণোই গ্যাং-এর পরিকল্পিত হামলা। 

বিষ্ণোই সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার সূত্র ধরে সালমান খান তাদের প্রধান টার্গেট হন।

ভারতের বার্তা সংস্থা এনআইএ ২০২৩ সালে জানায়, বিষ্ণোই গ্যাংয়ের ১০টি প্রধান হত্যার লক্ষ্যের মধ্যে সালমান খান ছিলেন সবার ওপরে।

এসব হুমকির পর মুম্বাই পুলিশ তাকে ‘ওয়াই-প্লাস’ নিরাপত্তা দিয়েছে এবং তার বাড়িতে নিরাপত্তা জোরদারে বিস্তৃত সংস্কারও করা হয়েছে।

২০২৪ সালের এপ্রিলের ওই গুলির ঘটনার কয়েক মাস পর এনসিপি নেতা ও সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকি-কে হত্যা করে বিষ্ণোই গ্যাং। এর পর অভিনেতার নিরাপত্তা আরও জোরদার করা হয়।

সালমান খানের মন্তব্য

চলতি বছরের মার্চে ‘সিকান্দার’ সিনেমার প্রমোশনকালে এক সাংবাদিক সম্মেলনে সালমান খান বলেন,

‘প্রেসের সামনে থাকলে সমস্যা নেই। কিন্তু যখন প্রেস নেই, তখনই আমার চলাফেরায় বাঁধা পড়ে। এখন শুধু গ্যালাক্সি থেকে শ্যুটিং স্পটে যাই, তারপর আবার সোজা বাড়ি ফিরি– কোথাও ঘুরে বেড়ানোর জো নেই’।

  • Related Posts

    দুপুরের মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, হতে পারে ঝড়

    দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে…

    Continue reading
    লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি জব্দ ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট

    লন্ডনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ানের দুটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    দুপুরের মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, হতে পারে ঝড়

    দুপুরের মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, হতে পারে ঝড়

    লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি জব্দ ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট

    লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি জব্দ ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট

    হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করলেন ট্রাম্প

    হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করলেন ট্রাম্প

    ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮৫ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮৫ ফিলিস্তিনি নিহত

    আড়াইহাজারে গ্যাস বিস্ফোরণে পোশাক শ্রমিক দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪

    আড়াইহাজারে গ্যাস বিস্ফোরণে পোশাক শ্রমিক দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪

    রৌমারীতে সমন্বয়কদের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৪

    রৌমারীতে সমন্বয়কদের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৪

    পিএসএলে ফিরে নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছেন সাকিব

    পিএসএলে ফিরে নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছেন সাকিব

    বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে খেলবে না ভারত

    বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে খেলবে না ভারত

    সালমানের বাড়ির নিরাপত্তা ভাঙার চেষ্টা, যুবক ও নারী গ্রেফতার

    সালমানের বাড়ির নিরাপত্তা ভাঙার চেষ্টা, যুবক ও নারী গ্রেফতার

    কানে ঐশ্বরিয়ার সাজ দেখে অমিতাভের রহস্যময় পোস্ট

    কানে ঐশ্বরিয়ার সাজ দেখে অমিতাভের রহস্যময় পোস্ট