পারিশ্রমিক জটিলতায় বিদেশিরা খেলতে চাননি। বিপিএলের প্লেয়িং কন্ডিশন ভেঙে ‘বিশেষ ব্যবস্থা’য় স্বদেশিদের নিয়েই একাদশ সাজায় দুর্বার রাজশাহী। আর এই দল নিয়েই বাজিমাত।
খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, স্টিভেন টেলরদের মতো বিদেশিদের নিয়ে সাজানো তারকাসর্বস্ব রংপুর রাইডার্সকে ১১৯ রানের ছোট পুঁজি নিয়েই হারিয়ে দিয়েছে রাজশাহী। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ ওভারে ম্যাচটি তারা জিতেছে ২ রানে।
১১ ম্যাচে পঞ্চম জয়ে পয়েন্ট তালিকায় চারে উঠে এসেছে রাজশাহী। টানা আট জয়ে রংপুর রাইডার্স আগেই প্লে-অফ নিশ্চিত করেছে।
মোহাম্মদ সাইফউদ্দিন শেষবেলায় চেষ্টা করেছিলেন। কিন্তু তার ৩১ বলে ৬ চার আর ৩ ছক্কায় অপরাজিত ৫২ রানের ইনিংসটি গেছে বিফলে।
১২০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তাসকিন-মৃত্যুঞ্জয়ের তোপের মুখে পড়ে রংপুর। স্টিভেন টেলরকে (২) উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে শুরু করেন তাসকিন।
এরপর মৃত্যুঞ্জয় বল হাতে রীতিমত আগুন ঝরিয়েছেন। তার ডেলিভারিগুলো খেলতে গিয়ে বেগ পেতে হয়েছে রংপুর ব্যাটারদের। একে একে তিনি সাজঘরে ফেরত পাঠান সাইফ হাসান (০), সৌম্য সরকার (৮), শেখ মেহেদী (০) আর নুরুল হাসান সোহানকে (২)।
ধরে খেলতে থাকা ইফতিখার আহমেদ ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন মোহর শেখের বলে। ২০ বলে পাকিস্তানি এই ব্যাটার করেন ১৪ রান। ৩০ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে রংপুর।
এরপর মোহর শেখের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হন ডেঞ্জারম্যান খুশদিল শাহ (১০)। সেখান থেকে মোহাম্মদ সাইফউদ্দিন দলের পরাজয়ের ব্যবধানই যা একটু কমিয়েছেন।
মৃত্যুঞ্জয় চৌধুরী ১৮ রানে ৪টি, তাসকিন ও মোহর শেখ নিয়েছেন ২টি করে উইকেট।
এর আগে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই খেলতে নেমে ৯ উইকেটে ১১৯ রানে থেমে যায় তাসকিন আহমেদের দুর্বার রাজশাহী।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রীতিমত ধুঁকেছে রাজশাহী। প্রথম ৮ ব্যাটারের একজনও বিশের ঘর ছুঁতে পারেননি। জিসান আলম ২. সাব্বির হোসেন ১১, এনামুল হক বিজয় ১৩, মৃত্যুঞ্জয় চৌধুরী ১০, এসএম মেহরুব ৭, ইয়াসির আলী করেন ৩ রান।
৫৬ রানে ৬ উইকেট হারায় রাজশাহী। আকবর আলী কিছুটা সময় হাল ধরে ছিলেন। ২১ বলে ১৯ রান আসে তার ব্যাট থেকে। শেষদিকে তাসকিন আহমেদ আর সানজামুল ইসলামের ব্যাটে কোনোমতে একশ পেরিয়েছে রাজশাহী।
তাসকিন ৮ বলে করেন ১৩ রান। সানজামুল ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২৯ বলে করেন ২৮।
রংপুরের খুশদিল শাহ ১৯ রানে ৩টি, মোহাম্মদ সাইফউদ্দিন ও রাকিবুল হাসান নেন ২টি করে উইকেট।