শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরেই গেল বাংলাদেশ

২০৫ রানও যথেষ্ট হলো না শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের বোলারদের পিটিয়ে এই রানও তুলে ফেললো আরব আমিরাত! ১ বল হাতে রেখেই ২ উইকেটের ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে দিলো স্বাগতিকরা!

শেষ ২ ওভারে আরব আমিরাতের প্রয়োজন ছিল ২৯ রান। টেলএন্ডার ব্যাটাররা কি এই রান আর তুলতে পারবে? এমন একটি ভাব ছিল বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে। যার ফলে ভুলটা করলেন শরিফুল ইসলাম। ১৯তম ওভারে তিনি দিলেন ১৭ রান। ওভারের শেষ বলে গিয়ে ওভার থ্রোতে বাউন্ডারি খেয়ে বসলেন। অহেতুক ৫টি রান হজম করে হারতে হলো টাইগারদের।

তবুও, শেষ ওভারে আমিরাতের প্রয়োজন ১২ রান। তানজিম হাসান সাকিব প্রথমেই দিলেন ওয়াইড। পরের বলে ১ রান। এরপর খেলেন ছক্কা। ৪ বলে ৪ রান প্রয়োজন। তৃতীয় বলটিতে দারুণ ডেলিভারি দিলেন, বোল্ড হলো ব্যাটার। ম্যাচ তখন জমে উঠলো।

তিন বলে চার রান দরকার। মাতিউল্লাহ ১ রান নিলেন। চাপের মুখে চতুর্থ বলটিকে নো করে বসলেন তানজিম। এসময় রান আউটেরও দারুণ সুযোগ ছিল। কিন্তু উইকেটরক্ষক জাকের আলির দুর্বল থ্রো এবং তানজিম সাকিবের তৎপরতার অভাবে রানআউট হলো না। পরের বলে ২ রান নিলেন হায়দার আলি। রান আউটের এবারও দারুণ সুযোগ। কিন্তু তাওহিদ হৃদয় বলটা প্রথমে থ্রো করেননি। কিন্তু যখন থ্রো করলেন তখন দেরি হয়ে গেছে। প্রথমে থ্রো করলেও রান আউট হতো নিশ্চিত।

ছোট ছোট এসব ভুলের কারণে ২০৫ রান করেও শেষ পর্যন্ত হারতে হলো বাংলাদেশকে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়াম রান প্রসবিনী, আরও একবার প্রমাণ হলো। যে কারণে দুই দল মিলে টি-টুয়েন্টিতে তুলতে পারলো ৪১১ রান। এমন ম্যাচে হারতে হলো বাংলাদেশকে।

অথচ, সিরিজ জয় আজই নিশ্চিত করে ফেলার দারুণ সম্ভাবনা ছিল। আগের ম্যাচে ১৯১ রান করেও ২৭ রানে জয় পেয়েছিল লিটন দাসের দল। আজ ২০৫ রান করার পর জয় কেন নয়! এমনটাই ছিল সমর্থকদের চাওয়া।

কিন্তু ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আরব আমিরাতের দুই ওপেনার মুহাম্মদ জোহাইব ও মোহাম্মদ ওয়াসিম মিলে ১০৭ রানের অনবদ্য এক জুটি গড়েই বাংলাদেশকে পেছনের পায়ে ঠেলে দেন। ১০.১ ওভারে তানভির ইসলাম যখন জুটি ভাঙেন তখন আরব আমিরাতের ব্যাটারদের আত্মবিশ্বাস তুঙ্গে।

৩৪ বলে ৩৮ রান করে আউট হন মুহাম্মদ জোহাইব। এরপর রাহুল চোপড়াকে রিশাদ হোসেন দ্রুত (২ রানে) ফিরিয়ে দিলে কিছুটা হলেও ম্যাচে ফেরে বাংলাদেশ। দলীয় ১৪৮ রানের মাথায় বিপজ্জনক হয়ে ওঠা মোহাম্মদ ওয়াসিমের উইকেট নেন শরিফুল ইসলাম। কিন্তু ততক্ষণে জয়ের কাজ করে দিয়ে গেছেন তিনি। ৪২ বলে খেলে গেছেন ৮২ রানের অনবদ্য ইনিংস। ৯টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার মারেন তিনি।

এরপর নিয়মিত বিরতিতেই আরব আমিরাতের উইকেট নিতে থাকে বাংলাদেশের বোলাররা। আসিফ খান ১২ বলে ১৯ এবং আলিশান শরাফু ৯ বলে ১৩ রান করে কিছুটা চড়াও হতে চাইলেও নাহিদ রানা ও শরিফুল ইসলাম তাদেরকে বেশি এগুতে দেননি। এরপর আরিয়ানস শর্মা ৭ রানে আউট হলে বাংলাদেশ জয়ের কাছাকাছি চলে আসে।

কিন্তু ধ্রুব পারাসার ১১ রান করে এবং হায়দার আলি ৬ বলে ১৫ রান করে শেষ মুহূর্তে বাংলাদেশের হাত থেকে ম্যাচটা কেড়ে নেন। এ ক্ষেত্রে অবশ্য বাংলাদেশের ফিল্ডারদেরও দায় কম নয়। অভিজ্ঞতায় স্রেয়তর দল হিসেবে এসব ভুলগুলো না করলে ম্যাচ বাংলাদেশেরই থাকতো।

এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং লিটন দাস মিলে ৯০ রানের বিশাল জুটি গড়েই বড় স্কোরের ইঙ্গিত দেন। এরপর শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।

ওপেনার তানজিদ তামিম ৩৩ বলে ৮ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৯ রান করে আউট হন। তাওহিদ হৃদয় ২৪ বলে করেন ৪৫ রান এবং লিটন দাস করেন ৪০ রান। এছাড়া নাজমুল হোসেন শান্ত করেন ২৭ রান।

  • Related Posts

    ঢাকা থেকে উড্ডয়নের পরপরই ফ্লাইটের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। প্লেনটিতে ২৯০ জন যাত্রী ছিলেন। শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার (২০ মে) সকাল ৭টায় তার্কিশ এয়ারলাইন্সের টিকে ৭১৩…

    Continue reading
    সেনাবাহিনীর অভিযানে ‘হিটলু বাবু গ্যাং’র প্রধানসহ গ্রেফতার ১০

    রাজধানীর ভাসানটেকে অভিযান চালিয়ে ‘হিটলু বাবু গ্যাং’-এর প্রধানসহ ১০ জন সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সেইসঙ্গে অস্ত্র ও গুলি উদ্ধার উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ মে) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিকাটা…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ঢাকা থেকে উড্ডয়নের পরপরই ফ্লাইটের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ

    ঢাকা থেকে উড্ডয়নের পরপরই ফ্লাইটের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ

    সেনাবাহিনীর অভিযানে ‘হিটলু বাবু গ্যাং’র প্রধানসহ গ্রেফতার ১০

    সেনাবাহিনীর অভিযানে ‘হিটলু বাবু গ্যাং’র প্রধানসহ গ্রেফতার ১০

    শিগগিরই যুদ্ধবিরতির আলোচনা শুরু করবে রাশিয়া-ইউক্রেন: ট্রাম্প

    শিগগিরই যুদ্ধবিরতির আলোচনা শুরু করবে রাশিয়া-ইউক্রেন: ট্রাম্প

    গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহত আরও ৪৩

    গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহত আরও ৪৩

    মাঝরাতে রিকশায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

    মাঝরাতে রিকশায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

    দুইবার এগিয়ে গিয়েও ব্রাইটনের কাছে হার চ্যাম্পিয়ন লিভারপুলের

    দুইবার এগিয়ে গিয়েও ব্রাইটনের কাছে হার চ্যাম্পিয়ন লিভারপুলের

    শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরেই গেল বাংলাদেশ

    শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরেই গেল বাংলাদেশ

    বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্টে’র নির্মাতা কাজল আরেফিন অমি

    বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্টে’র নির্মাতা কাজল আরেফিন অমি

    শাকিবের ‘তাণ্ডব’র পূর্বাভাসে রহস্য রেখে গেলেন জয়া

    শাকিবের ‘তাণ্ডব’র পূর্বাভাসে রহস্য রেখে গেলেন জয়া

    মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ দেয়ার চেষ্টা, বাংলাদেশিসহ আটক ২

    মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ দেয়ার চেষ্টা, বাংলাদেশিসহ আটক ২