
মাদারীপুরের শিবচরে তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়েনের বাবু খাঁর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবচর উপজেলার কুতুবপুর এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার (২২), শরীয়তপুরের জাজিরা উপজেলার ঢালীকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী (১৯), একই জেলার জাজিরা উপজেলার জয়নগর এলাকার ইসকান খানের ছেলে অলি খান (২৪) এবং একই এলাকার মনজু সরদারের ছেলে রমজান মিয়া সরদার (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ি শিবচরের কুতুবপুর থেকে খালাতো ভাই হৃদয় ঢালীকে নিয়ে পদ্মা সেতুর কাছে ঘুরতে যাচ্ছিলেন মিঠুন তালুকদার। শিবচরের কুতুবপুর ইউনিয়েনের বাবু খাঁর ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পেছন থেকে বেপরোয়া আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মিঠুন ও তার খালাতো ভাই হৃদয় মারা যান। আহত হন চারজন। তাদের উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অলি খান ও তার বন্ধু রমজান মিয়া মারা যান।
পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, দুর্ঘটনাটি শিবচরের কুতুবপুর এলাকায় ঘটেছে। ঘটনাস্থলে দুজনসহ চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শরীয়তপুরের জাজিরা এলাকার তিনজন ও শিবচরের একজন বলে জানতে পেরেছি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় মোট চারজন মারা গেছেন। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটে।