
কোপা ডেল রে ফাইনালের আগে সরগরম স্প্যানিশ ফুটবলাঙ্গন। শনিবারের ফাইনালের আগেরদিন রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বয়কট করেছে। এমনকি অনুশীলন পর্যন্ত করেনি। এসবই হয়েছে রিয়াল মাদ্রিদকে নিয়ে রেফারিদের মন্তব্যের জের ধরে।
তবে, রেফারিদের বিপক্ষে বিদ্রোহ করে আগেরদিন সংবাদ সম্মেলন ও অনুশীলন বয়কট করলেও আজ ফাইনাল কিন্তু বয়কট করবে না রিয়াল। ফাইনাল খেলার ঘোষণা দিয়েছে তারা। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে রিয়াল জানিয়েছে, ফাইনাল বয়কটের গুঞ্জন সঠিক নয়। রিয়াল মাদ্রিদ খেলবে।
শুক্রবার রিয়াল মাদ্রিদ সম্পর্কে অভিযোগ তোলেন রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচিয়া ও অ্যাসিস্ট্যান্ট রেফারি পাবলো গঞ্জালেসে ফুয়ের্তেস। রিয়াল মাদ্রিদ টিভি এবং ভিডিও সম্প্রচারে রেফারিদের বিরুদ্ধে প্রচারণা ও প্ররোচনার অভিযোগ তোলেন এই দুই রেফারি।
মূলত কোপা ডেল রে ফাইনালের ম্যাচ অফিশিয়ালস তালিকায় রেফারি হিসেবে রিকার্দো দে বুর্গোস বেনগোচিয়া ও ভিএআর হিসেবে পাবলো গঞ্জালেসের নাম দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠে রিয়াল। এ দুই রেফারির অতীতের কিছু সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে গিয়েছিল বলে মনে করে তারা। এরপর গতকাল দুই রেফারি সংবাদ সম্মেলন করে জানান, আরএমটিভি তাদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। যা তাদের পরিবারকেও ক্ষতিগ্রস্ত করছে।
সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে ফাইনালপূর্ব সংবাদ সম্মেলনে কথা বলার কথা ছিল কোচ কার্লো আনচেলত্তি ও মিডফিল্ডার লুকা মদ্রিচের; কিন্তু রিয়ালের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়, তারা সংবাদ সম্মেলনে হাজির হবে না। এমনকি অফিসিয়াল ফটোশ্যুটেও অংশ নেবে না।
এ কারণেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, মাদ্রিদ হয়তো ফাইনালও বয়কট করতে পারে। এরই পরিপ্রেক্ষিতে রিয়ালের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়। সেখানে বলা হয়েছে, ‘আমাদের দল কখনোই আগামীকাল (আজ শনিবার) ফাইনাল খেলা ছেড়ে দেয়ার ব্যাপারে চিন্তা করেনি।’
রিয়াল আরও লিখেছে, ‘আমরা ঠিকই বুঝতে পেরেছি যে, ফাইনালের মাত্র ২৪ ঘণ্টা আগে এই ম্যাচের জন্য নিযুক্ত রেফারিরা দুর্ভাগ্যজনক এবং অনুপযুক্ত বক্তব্য দিয়ে বিশ্বব্যাপী তাৎপর্যপূর্ণ একটি ক্রীড়া ইভেন্টকে কলঙ্কিত করতে পারে না, যা লক্ষ লক্ষ মানুষ দেখবে। আমরা সেভিয়ায় আমাদের খেলা দেখার জন্য যে সব সমর্থক আসার পরিকল্পনা করেছে এবং এরই মধ্যে যারা আন্দালুসিয়ার রাজধানীতে এসে অবস্থান করছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’
রিয়াল বিপক্ষে ‘চোখের পানি’ ফেলে যে অভিযোগ জানাল রেফারিরা
রিয়াল মাদ্রিদের বিপক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে কথা বলেন দুই রেফারি বেনগোচিয়া ও তার অ্যাসিস্ট্যান্ট গঞ্জালেজ। তিনি এ বিষয়ে বলেন, ‘যখন আপনার ছেলে স্কুলে যায় এবং লোকেরা তাকে বলে যে তার বাবা একজন ‘চোর’, এটি সত্যিই ভয়ানক অপমানজনক।’
বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ টিভি কোপা ডেল রে ফাইনালের রেফারিদের অনুষ্ঠান প্রচার করে। সে অনুষ্ঠানের দিকে ইঙ্গিত করে বেনগোচিয়া বলেন, ‘(ভিডিওতে যা বলা হয়েছে) তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই কথার পরিণাম কী দাঁড়াচ্ছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে তারা হুমকি পাচ্ছেন বলে জানান। এ কথা জানাতে গিয়ে চোখে পানিও চলে আসে বেনগোচিয়ার। একই সংবাদ সম্মেলনে ভিএআর রেফারি গঞ্জালেসও কথা বলেন।
তিনি জানান, স্প্যানিশ রেফারিরা এ ধরনের ঘটনায় ভবিষ্যতে ব্যবস্থা নিতে পারে, ‘আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা এটা আর হতে দেব না। শিগগিরই আপনারা খবর পেতে পারেন। আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছি। সন্দেহ নেই, আমরা যা সহ্য করে আসছি তা আর সহ্য করব না।।’
রেফারি পরিবর্তনের অনুরোধ রিয়ালের
রেফারিদের সংবাদ সম্মেলনের পর তাদের বক্তব্যকে রিয়াল মাদ্রিদ ‘অগ্রহণযোগ্য’ ও ‘পূর্বপরিকল্পিত’ বলে অভিহিত করেছে। তারা স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) জানায়, দুই রেফারি কোপা দেল রে ফাইনাল পরিচালনার পর্যায়ে নেই। তাদের যেন পরিবর্তন করা হয়।
তবে আরএফইএফ সভাপতি রাফায়েল লুজান রিয়ালের অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, ‘এটা যারা (টেকনিক্যাল কমিটি) রেফারিদের নিয়োগ করে, তাদের ব্যাপার। আমি এর মধ্যে ঢুকব না।’