‘রিয়ালের প্রস্তাব পেয়ে’ লেভারকুসেনকে বিদায় বললেন আলোনসো

‘রিয়াল মাদ্রিদের কাছ থেকে কেউ প্রস্তাব পেলে কেউ ফেরান না, হোক তিনি কোচ কিংবা খেলোয়াড়’- এমন কথা কেউ কেউ বলে থাকেন। জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার লেভারকুসেনের কোচ জাবি আলোনসোর ক্ষেত্রেও সেটিই হতে যাচ্ছে!

আলোনসো আজ শুক্রবার নিশ্চিত করেছেন, চলতি মৌসুমের শেষে লেভারকুসেন ছেড়ে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, স্প্যানিশ কোচ রিয়াল মাদ্রিদের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন এবং আগামী মৌসুমে লা লিগার ক্লাবটিতেই যোগ দেবেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, ‘এই সপ্তাহে ক্লাব এবং আমি একমত হয়েছি, বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে এই দুটি (মৌসুমের শেষ দুইটি) ম্যাচই আমার শেষ। ক্লাবের সঙ্গে আমাদের সবসময় ভালো, সরাসরি যোগাযোগ হয়েছে এবং এখন আমাদের মধ্যে স্পষ্টতা এসেছে।’

‘রোববার (ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে) একটি সঠিক বিদায় নিতে চাই। এটি আবেগঘন, আমি আজ সকালে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। এটি ছিল এক অবিশ্বাস্য, দুর্দান্ত তিন বছর। এখন এটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার সময় … আমি মনে করি আমরা যা অর্জন করেছি, তাতে আমরা গর্বিত হতে পারি। আমরা ক্লাবকে সঠিক পথে এগিয়ে নিয়ে গেছি।’

লেভারকুসেনের ডাগআউটে ৩ বছর দাঁড়িয়েছেন আলোনসো। গত মৌসুমে লেভারকুসেনকে বুন্দেসলিগা শিরোপা জিতিয়েছেন। ওই মৌসুমে ক্লাবটি ঘরোয়া ডাবল জিতেছে।

কেউ কেউ ধারণা করলেও নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু বলেননি আলোনসো। বলেন, এটি ‘উপযুক্ত সময় নয়’।

রিয়ালের একটি সূত্র শুক্রবার ফুটবলবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনকে জানিয়েছে, আলোনসো ক্লাবের নতুন কোচ হওয়ার পথে খুব কাছাকাছি চলে এসেছেন। কেননা বর্তমান কোচ কার্লো আনচেলত্তি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লিগের শেষ ম্যাচের পর বিদায় নিতে পারেন।

ইএসপিএন আরও জানায়, একসময় রিয়ালের মিডফিল্ড সামলানো আলোনসো দীর্ঘদিন ধরেই আনচেলত্তির উত্তরসূরি হিসেবে ক্লাবের পছন্দের প্রার্থী ছিলেন।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া এবং কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার কাছে হেরে যাওয়ার পর ইতালীয় কোচ আনচেলত্তি চাপের মুখে পড়েন। যদিও তার দল এখনও লা লিগার শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে আগামী রোববার বার্সার বিপক্ষে এল ক্লাসিকো খেলতে নামবে।

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে এই গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপ। এর আগেই আনচেলত্তি দায়িত্ব ছাড়লে নতুন কোচ নিয়োগ করতে হবে রিয়ালকে। তবে আলোনসো তৎক্ষণাৎ রিয়ালের দায়িত্ব নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

যদি আলোনসো যোগ না দেন, তাহলে ওই টুর্নামেন্টের জন্য অন্তর্বর্তী কোচ নিয়োগ দিতে পারে রিয়াল।

আলোনসো লেভারকুসেনের দায়িত্ব নেন ২০২২ সালের অক্টোবরে। এটি ছিল শীর্ষ পর্যায়ে তার প্রথম কোচিংয়ের চাকরি। এর আগে রিয়াল সোসিয়েদাদের রিজার্ভ দল পরিচালনা করতেন। দায়িত্ব নেওয়ার পর অবনমন শঙ্কায় থাকা লেভারকুসেনকে বুন্দেসলিগার অন্যতম সেরা দলে রূপান্তর করেন তিনি। ২০২৪ সালে একটি অপরাজিত ঘরোয়া ডাবল শিরোপা জয় করেন।

বুন্দেসলিগায় এবার দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করবে লেভারকুসেন। আর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে শেষ ষোলো-তে হেরেছিল তারা

সফলতা নিয়ে আলোনসো বলেন, ‘আমরা এখনো মৌসুম শেষ করিনি। কিন্তু পেছনে ফিরে তাকালে এটি সবার জন্য একটি উন্নয়নের পথ ছিল।আমরা যেখানে শুরু করেছিলাম, প্রথম মৌসুম ছিল সবচেয়ে কঠিন। কারণ পরিস্থিতি ছিল সঙ্কটময় … দ্বিতীয় মৌসুমটি ছিল ঐতিহাসিক। একটি স্বপ্নের মৌসুম, আমরা ইতিহাস গড়েছি। আর এই মৌসুমটি ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং। কারণ আমাদের প্রত্যাশা পূরণ করতে হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগে খেলেছি।’

  • Related Posts

    শনিবার বিকেলে শাহবাগে গণজমায়েতের ডাক

    ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার (১০ মে) বিকেল ৩ টায় রাজধানীর শাহবাগে গণজমায়েত ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে অবস্থান কর্মসূচি চলমান রাখার…

    Continue reading
    পাকিস্তানের বিমান ঘাটিতে ভারতের হামলা, পাল্টা হামলা পাকিস্তানের

    ভারতের ‌‘অপারেশন সিঁদুর’ এর প্রতিশোধ হিসাবে পাকিস্তানও অভিযান শুরু করেছে। এর নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন বানিয়ান মারসুস’। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, ভারত নতুন করে তাদের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    শনিবার বিকেলে শাহবাগে গণজমায়েতের ডাক

    শনিবার বিকেলে শাহবাগে গণজমায়েতের ডাক

    পাকিস্তানের বিমান ঘাটিতে ভারতের হামলা, পাল্টা হামলা পাকিস্তানের

    পাকিস্তানের বিমান ঘাটিতে ভারতের হামলা, পাল্টা হামলা পাকিস্তানের

    আ’লীগ নিষিদ্ধের দাবি রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ, ২০ কিলোমিটার যানজট

    আ’লীগ নিষিদ্ধের দাবি রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ, ২০ কিলোমিটার যানজট

    ‘রিয়ালের প্রস্তাব পেয়ে’ লেভারকুসেনকে বিদায় বললেন আলোনসো

    ‘রিয়ালের প্রস্তাব পেয়ে’ লেভারকুসেনকে বিদায় বললেন আলোনসো

    চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে জয় পেলেন যারা

    চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে জয় পেলেন যারা

    বাংলাদেশি কর্মীদের সুখবর দিলো মালয়েশিয়া

    বাংলাদেশি কর্মীদের সুখবর দিলো মালয়েশিয়া

    দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

    দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

    ভারত-পাকিস্তান সীমান্তে চলছে তীব্র গোলাবর্ষণ

    ভারত-পাকিস্তান সীমান্তে চলছে তীব্র গোলাবর্ষণ

    শনিবার সাড়ে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জে

    শনিবার সাড়ে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জে

    ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও জয় পেল না বাংলাদেশ

    ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও জয় পেল না বাংলাদেশ