রাশিয়ায় মোদি ও সি চিন পিংয়ের মধ্যে বৈঠক আজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে আজ বুধবার একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত পাঁচ বছরের মধ্যে এটি তাঁদের প্রথম দ্বিপক্ষীয় বৈঠক। ভারতীয় কর্মকর্তারা গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার কাজান শহরে তিন দিনব্যাপী ব্রিকস সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের বরফ গলাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকস সম্মেলনের আয়োজন করেছেন।

গতকাল রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা বিক্রম মিসরি বলেন, ‘ব্রিকস সম্মেলনের একফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক হবে।’

এর আগে ২০১৯ সালের অক্টোবরে সি চিন পিংয়ের ভারতের মহাবালিপুরাম শহর সফরকালে মোদির সঙ্গে তাঁর সর্বশেষ মুখোমুখি আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল। ২০২২ সালে জি-২০ জোটের নেতাদের এক সম্মেলনের সাইডলাইনে সংক্ষিপ্ত সাক্ষাতে মিলিত হয়েছিলেন মোদি ও সি চিন পিং। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গেও তাদের সাক্ষাৎ হয়।

এর কয়েক মাস পর ২০২০ সালে দুই দেশের সম্পর্কে ফাটল দেখা দেয়। ওই বছরের জুনে ভারতের হিমালয় অঞ্চলের লাদাখ সীমান্তে দেশ দুটির সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ভারতের অন্তত ২০ জন এবং চীনের চারজন সেনাসদস্য নিহত হন। সংঘর্ষের পর উভয় পক্ষ সীমান্ত থেকে হাজারো সৈন্য প্রত্যাহার করে নেয় এবং সেখানে সেনাদের টহলে না পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে।

তবে ভারত গত সোমবার বলেছে, সামরিক উত্তেজনা নিরসনে চীনের সঙ্গে দেশটির টহলসংক্রান্ত একটি সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তির অংশ হিসেবে ২০২০ সালের সংঘর্ষের আগে দুই দেশের সেনারা যেসব জায়গায় টহল দিতেন, সেখানে যেতে পারবেন। সমঝোতার ভিত্তিতে আগামী দিনে সেনা প্রত্যাহারের পথ প্রশস্ত হবে।

লাদাখ সীমান্তে জটিলতা পুরোপুরি নিরসনের আগপর্যন্ত দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। গত চার বছরে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে চীনের কোম্পানিগুলোর জন্য বিনিয়োগের পরিবেশ অনেক কঠিন করেছে নয়াদিল্লি। টিকটকসহ বন্ধ করে দেওয়া হয়েছে চীনের অনেক গেমিং ও ই–কমার্স অ্যাপ। এ ছাড়া কোয়াডভুক্ত দেশগুলো সঙ্গেও সম্পর্ক জোরদার করেছে ভারত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এ জোটের উদ্দেশ্য এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব বিস্তার রুখে দেওয়া। পশ্চিম কোম্পানিগুলোর জন্য বিনিয়োগ এবং যৌথভাবে সামরিক সরঞ্জাম তৈরির শর্ত শিথিল করেছে ভারত।

তবে এখন নয়াদিল্লির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার এবং ভারতের দ্রুত বিকাশমান বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে জোর দিচ্ছে বেইজিং।

  • Related Posts

    ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চারদিনের সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আজ (সোমবার) সন্ধ্যা ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওয়ানা হন। প্রধান…

    Continue reading
    বাণিজ্য যুদ্ধ যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোর প্রতি পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

    চলমান বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রকে খুশি করতে কোনো দেশ যদি এমন কোনো চুক্তি করে, যা চীনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে, তাহলে সেই দেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে বেইজিং। সোমবার (২১ এপ্রিল) এমন…

    Continue reading

    ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

    ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

    বাণিজ্য যুদ্ধ যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোর প্রতি পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

    বাণিজ্য যুদ্ধ যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোর প্রতি পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

    ছাএদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

    ছাএদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

    টেবিলটপার গুজরাটের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে কলকাতা

    টেবিলটপার গুজরাটের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে কলকাতা

    ২০ দিনে ‘বরবাদ’ সিনেমার আয় প্রায় ৫০ কোটিরও বেশি

    ২০ দিনে ‘বরবাদ’ সিনেমার আয় প্রায় ৫০ কোটিরও বেশি

    সেনাবাহিনী হজ দলের প্রশিক্ষণ পরিদর্শন করলেন সেনাপ্রধান

    সেনাবাহিনী হজ দলের প্রশিক্ষণ পরিদর্শন করলেন সেনাপ্রধান

    পোপ ফ্রান্সিস মারা গেছেন

    পোপ ফ্রান্সিস মারা গেছেন

    ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা

    ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা

    বাংলাদেশকে ৮২ রানের লিড দিলো জিম্বাবুয়ে

    বাংলাদেশকে ৮২ রানের লিড দিলো জিম্বাবুয়ে

    জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা অসুস্থ, জানালেন নিজেই

    জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা অসুস্থ, জানালেন নিজেই