‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে রাঙ্গামাটিতে শুরু হয়েছে মাসব্যাপী তারুণ্য উৎসব।
বুধবার (৮ জানুয়ারি) সকালে জিমনেশিয়াম মাঠ থেকে বের হয় একটি বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এলে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের এই উৎসবে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছি। এই উৎসব সব শিক্ষার্থীদের জন্য। তরুণরা নিজে বদলানোর মাধ্যমে সমাজ ও দেশকে বদলাবে, এর সঙ্গে বদলে যাবে পৃথিবী।
তিনি জানান, তরুণদের দেশ গঠনে উৎসাহ দিতে আগামী ১৬ থেকে ২৫ তারিখ পর্যন্ত শহিদ আব্দুল শুক্কুর স্টেডিয়ামে ৮ দিন ব্যাপি মেলা হবে। সেখানে স্থানীয় সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টের আয়োজন থাকবে।
সেখানে সবাইকে অংশগ্রহণ ও উপভোগ করার আহ্বান জানান তিনি।