
যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল চলাচল প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা নাগাদ এ ত্রুটির ঘটনা ঘটে।
মেট্রোরেলের পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, শনিবার সকাল থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু সাড়ে ৫টার দিকে হঠাৎ ত্রুটি দেখা দেয়। পরে সংশ্লিষ্টরা খোঁজ নিয়ে দেখেন, ওভারহেড ক্যাটেনারিতে যে বিদ্যুৎ সরবরাহ হয় সেখানে ত্রুটি দেখা দিয়েছে। প্রায় ৪৫ মিনিট পর এই ত্রুটির সমাধান হয়।
তবে এ সময়ে ট্রেনে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেন অনেকে।
এর মধ্যে মেট্রোরেল যাত্রীদের ফেসবুক প্ল্যাটফর্ম ‘মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটি-ঢাকা’ নামে একটি পেজে লেখেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় আধাঘণ্টা যাবত মেট্রো বন্ধ রয়েছে। ত্রুটিটা কী, কেউ জানেন?’
মেট্রোরেলের পেছনের অংশের ছোট একটি জানালা খুলে বাইরে নিশ্বাস নিচ্ছেন এক যাত্রী, এমন একটি ছবি ওই পেজে শেয়ার দিয়ে এ এম এ মাহিন লেখেন, ‘গরমে অবস্থা খারাপ ভাইয়ের।’