
রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ সড়কের ‘শস্য প্রবর্তনা’ নামের একটি দোকানের সামনে থেকে দুটি পেট্রল বোমা-সদৃশ বস্তু পাওয়া গেছে। জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে কাজ করছে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।
তবে পুলিশ বলছে, জিনিসগুলো পেট্রল বোমা নয়। বস্তু দুটি সুতা দিয়ে পেঁচানো ১০ ইঞ্চি লম্বা, যাতে পেট্রল ছিল। আগুনের সংস্পর্শ পেলে জ্বলতো।
শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান জানান, মোহাম্মদপুরের প্রবর্তনার উত্তর পাশে বস্তু দুটি ঘিরে রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি, ডিবি ও সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে।
বস্তু দুটি পেট্রল বোমা নাকি হাত বোমা জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, বস্তু দুটি সুতা দিয়ে পেঁচানো ১০ ইঞ্চি লম্বা, যাতে পেট্রল ছিল। আগুনের সংস্পর্শ পেলে জ্বলতো।