মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান চাংকাত বুকিত বিনতাংয়ের বাংলাদেশি অধ্যুষিত একটি এলাকায় অভিযান চালানো হয়েছে। এই অভিযানে ৭১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। এর মধ্যে অন্তত ২৪ জন বাংলাদেশি।
কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানিয়েছেন, বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুয়ালালামপুরের জালান চাংকাত বুকিত বিনতাংয়ের পুরনো একটি অ্যাপার্টমেন্ট ভবনে ওই অভিযান চালানো হয়।
এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অভিযানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৭১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে এক বছরের শিশুসহ ৬২ বছর বয়সি এক বৃদ্ধাও রয়েছেন।
অভিবাসন বিভাগের পরিচালক আরও জানান, দুই সপ্তাহ ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) ও রয়েল মালয়েশিয়ান পুলিশের (পিডিআরএম) সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রথমে ১৫০ জন অভিবাসীকে তল্লাশি করা হয়। তার মধ্যে ৭১ জনের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার হওয়া অবৈধ অভিবাসীদের মধ্যে ২৪ জন বাংলাদেশ, ৩০ জন মায়ানমার, ৮ জন নেপাল, ৭ জন ইন্দোনেশিয়া ও ১ জন করে থাইল্যান্ড ও পাকিস্তানের নাগরিক।