
১৩ জন অবৈধ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার কেলানতান ইমিগ্রেশন। সোমবার রাজ্যের কোটাভারুর পাসির মাস ও জেলা শহরের বিভিন্ন স্থান থেকে এক অভিযানে তাদের আটক করা হয়। আটকদের বয়স ২৫ থেকে ৫৪ বছরের মধ্যে।
মঙ্গলবার কেলানতান রাজ্যের ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে বলেছেন, আটকদের মধ্যে ১৩ বাংলাদেশি ছাড়াও একজন থাই পুরুষ ও একজন নারী রয়েছেন।
ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি), ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫ (১) (সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯ (বি) এর অধীনে আরও তদন্তের জন্য তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
মোহাম্মদ ইউসুফ জনসাধারণকে এগিয়ে এসে অবৈধ অভিবাসীদের সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। ‘অবৈধ অভিবাসীদের সুরক্ষার জন্য যে কোনো পক্ষই উদ্যোগী এবং সহায়তাকারী, তাদের বিরুদ্ধে কঠোর এবং আপসহীন ব্যবস্থা নেবে ইমিগ্রেশন।