মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট অফিসের ঠিকানা বদলাচ্ছে। এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। বুধবার (২৩ অক্টোবর) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ৩০ অক্টোবর ২০২৪ থেকে ১৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের ৩০ জালান আম্পাং, কুয়ালালামপুরস্থ পাসপোর্ট অফিস স্থানান্তরের কার্যক্রম পরিচালিত হবে বিধায় পাসপোর্ট কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হবে।
সেই সঙ্গে জানানো হয়, আগামী ১৪ নভেম্বর ২০২৪ থেকে হাইকমিশনের পাসপোর্ট অফিসের কার্যক্রম নতুন ঠিকানা সাউথগেইট কমার্সিয়াল সেন্টার, লেভেল-২, ব্লক-ই, নম্বর-২, জালান দুয়া অফ জালান চান সাও লিন-৫৫২০০, কুয়ালালামপুর অফিস থেকে এর কার্যক্রম যথারীতি পরিচালিত হবে।
এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে পাসপোর্ট সংক্রান্ত সেবার জন্য উপরে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। এছাড়া একইদিনে মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণে বিলম্ব জনিত আরও একটি জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বিতরণে অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের সদয় অবগতির জন্য জানানো হয়েছে, মেশিন রিডেবল পাসপোর্টের ফয়েল পেপার ঘাটতি ও মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটি জনিত কারণে বাংলাদেশ হতে পাসপোর্ট প্রিন্ট হতে বিলম্ব হওয়ায় মালয়েশিয়ায় বসবাসরত এমআরপি পাসপোর্ট প্রত্যাশী বাংলাদেশীদের এমআরপি পাসপোর্ট পেতে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে।
এ বিষয়ে হাইকমিশন হতে বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তরে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে এবং এক্ষেত্রে সমস্যাগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানে তারা সচেষ্ট রয়েছেন। আশা করা যাচ্ছে যে, আগামী কয়েক সপ্তাহ নাগাদ উদ্ভুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং অত্র মিশন অচিরেই পাসপোর্ট বিতরণের সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবে বলেও জানানো হয়।