
নিয়োগকর্তার কাছ থেকে টাকা ধার করার জন্য ডাকাতির মিথ্যা অভিযোগ দায়ের করার অভিযোগে মোহাম্মদ জিহাদ হোসেন খান (২৭) নামে এক বাংলাদেশি শ্রমিককে ৮০০ রিঙ্গিত জরিমানা করেছেন মালয়েশিয়ার একটি ম্যাজিস্ট্রেট আদালত।
জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আদালত তাকে ১৫ দিনের জেল খাটার নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) জিহাদ হোসেন খান ম্যাজিস্ট্রেট ফারাহ নাবিহা মুহাম্মদ দান-এর সামনে অভিযোগটি পড়ে শোনানোর পর দোষ স্বীকার করেছেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে কুয়ালালামপুরের ডাং ওয়াঙ্গি থানায় জিহাদ একটি প্রতিবেদন দাখিল করে অভিযোগ করেছেন যে, তাকে মারধর করে তার কাছ থেকে ১ হাজার ৫০০ রিঙ্গিত ছিনিয়ে নিয়েছে ডাকাত দল।
তবে পুলিশের তদন্তে জানা গেছে, প্রতিবেদনটি মিথ্যা ছিল, কারণ তিনি তার নিয়োগকর্তার কাছ থেকে টাকা ধার করার জন্য এই দাবি করেছিলেন।
মালয়েশিয়ায় দণ্ডবিধির ১৮২ ধারায় দোষী সাব্যস্ত হলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ ২ হাজার রিঙ্গিত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।