
পবিত্র মাহে রমজান উপলক্ষে মালদ্বীপে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দেশটির রাজধানী মালের এক অভিজাত রেস্টুরেন্টে এই আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সংগঠনের প্রবাসী বাংলাদেশিরা।
এতে আহ্বায়ক আলী আজম ভুইয়া আক্তারের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি রাসেল আহমেদ সাগর।
অনুষ্ঠানে সভাপতি আলী আজম ভুইয়া আক্তার ইফতারের সুন্দর ও চমৎকার আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘প্রবাসীদের মধ্যে আন্তরিকতা ও যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে এই আয়োজন করা হয়েছে।’
সংগঠনটির উপদেষ্টা শাহজালাল শিকদারের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মো. দুলাল হোসেন, বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান, মো. জসীম উদ্দীন, কনস্যুলার সহকারী ময়নাল হোসেন, সংগঠনটির উপদেষ্টা এরাশাদ মোল্লাসহ অনেকে।
ইফতারের আগে আল কুরআন থেকে তিলাওয়াতসহ রমজানের ফজিলত নিয়ে আলোচনা করা হয়। একইসাথে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।