মায়ের ২৫ হাজার রুপি ঋণ শোধ করতে অভিনয়ে আসেন সুরিয়া

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা সারাভানন শিবকুমার, পর্দায় যিনি সুরিয়া নামেই পরিচিত। তাঁর বাবা বর্ষীয়ান অভিনেতা শিবকুমার। তবে অভিনেতা হওয়ার কোনো ইচ্ছা ছিল না সুরিয়ার। একটি পোশাক কারখানায় কর্মজীবন শুরু করেন তিনি। ইচ্ছা ছিল টাকা জমিয়ে ও বাবার থেকে কিছু অর্থ নিয়ে নিজের একটা ব্যবসা শুরু করবেন। তবে তা আর হয়ে ওঠেনি, পরিবারের এক আর্থিক পরিস্থিতি তাঁকে ক্যামেরার সামনে দাঁড়াতে বাধ্য করেছিল! মায়ের থেকে নেওয়া ঋণের টাকা মেটাতে অভিনয় শুরু করেছিলেন তিনি।

আমি টাকার জন্যই ইন্ডাস্ট্রিতে এসেছি। আমি আমার মায়ের ঋণ শোধ করার উদ্দেশ্য নিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছি। এভাবেই আমি আমার ক্যারিয়ার শুরু করি এবং এভাবেই আমি সুরিয়া হয়ে উঠি।

সুরিয়া

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সুরিয়া জানিয়েছেন, অভিনয়ের ইচ্ছা না থাকলেও কীভাবে অভিনয় পেশায় আটকে যান তিনি।

একটি পোশাক কারখানায় প্রশিক্ষণার্থী হিসেবে চাকরি শুরু করেন সুরিয়া। প্রথম ১৫ দিনে ৭৫০ রুপি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। বছর তিনেক চাকরির পরে যেটা মাসে আট হাজার রুপি হয়েছিল। ইচ্ছা ছিল সঞ্চয় করে এবং বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে নিজে একটা ব্যবসা শুরু করবেন। তবে বাবা শিবকুমার এত বড় অভিনেতা হওয়ার পরও সঞ্চয় বলতে কিছুই ছিল না পরিবারের। বাবাকে না জানিয়ে ২৫ হাজার রুপি ধার করে সুরিয়াকে দেন মা। আর এই ধার পরিশোধে মাকে হিমশিম খেতে দেখেন সুরিয়া, যা তাঁকে অনেক আঘাত করে। এরপরই মনের জেদ থেকে অভিনয় শুরু করেন তিনি। বাকিটা ইতিহাস।

সেদিনের ঘটনা মনে করে সুরিয়া বলেন, ‘একদিন আমি নাশতা করছিলাম, এমন সময় মা বললেন, “আমি তোমার জন্য ২৫ হাজার রুপি ধার করেছি, যা তোমার বাবা জানেন না।” মায়ের এ কথা শুনে আমি বেশ হতবাক হলাম! আমি বললাম, “কী বলছেন মা? আমার বাবা একজন অভিনেতা। আপনি কেন টাকা ধার করছেন? আমাদের সঞ্চয়ের কী হয়েছে? আমাদের ব্যাংক ব্যালান্স কত?” তিনি তখন বললেন, “এটা কখনো এক লাখের বেশি হয়নি।”’

বাবা সম্পর্কে বলতে গিয়ে সুরিয়া বলেন, ‘বাবা সব সময়ই এমনই। তিনি কখনোই তাঁর পারিশ্রমিক চান না। নির্মাতারা তাঁর অর্থ পরিশোধ না করা পর্যন্ত তিনি অপেক্ষা করেন। আর ঘটনাটি যে সময়ের ছিল, যখন বাবা ১০ মাস কাজ থেকে দূরে ছিলেন। তখন আমি আমার মাকে ২৫ হাজার রুপির মতো সামান্য পরিমাণ অর্থের জন্য হিমশিম খেতে দেখেছি, তখন এটি আমাকে খুব আঘাত করেছিল। আমি নিজেকে প্রশ্ন করতে লাগলাম, “আমি কী করছি?”’

সুরিয়া জানান, নিজের একটি পোশাক কারখানা শুরু করার পরিকল্পনার পর তিনি ভেবেছিলেন বাবার থেকে কমপক্ষে এক কোটি রুপির বিনিয়োগ পাবেন। নিজস্ব কিছু শুরু করার অভিজ্ঞতা অর্জনের জন্যই পোশাক কারখানায় চাকরি করেছিলেন তিনি। কিন্তু মায়ের সঙ্গে একটি কথোপকথন সবকিছু বদলে দিয়েছিল তাঁর।

পারিবারিক পরিচয়ে অনেক কাজের প্রস্তাব পেতেন সুরিয়া। তবে কখনো ক্যামেরার সামনে দাঁড়ানোর ইচ্ছা ছিল না তাঁর। অভিনেতা বলেন, ‘আমি অনেক প্রস্তাব পেতাম, কিন্তু আমি কখনোই ফিল্ম ইন্ডাস্ট্রির অংশ হতে চাইনি বা ক্যামেরা ফেস করতে চাইনি। ক্যামেরার মুখোমুখি হওয়ার পাঁচ দিন আগপর্যন্ত আমি কখনোই ভাবিনি যে আমি এটি করব।’

সুরিয়া হয়ে ওঠার এই জার্নি নিয়ে অভিনেতা বলেন, ‘আমি টাকার জন্যই ইন্ডাস্ট্রিতে এসেছি। আমি আমার মায়ের ঋণ শোধ করার উদ্দেশ্য নিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছি। এভাবেই আমি আমার ক্যারিয়ার শুরু করি এবং এভাবেই আমি সুরিয়া হয়ে উঠি।’
দর্শকদের অকৃত্রিম ভালোবাসাও এদিন স্মরণ করেন সুরিয়া।

অভিনেতা বলেন, ‘যখন আমি আমার প্রথম দৃশ্যটি করি, তখন সেটের কাছে হাজার হাজার লোক দাঁড়িয়ে ছিল, তাদের কোনো ধারণা ছিল না যে আমি কে, তবু দৃশ্যটি শেষ হওয়ার পর আমি হুট করে তাদের হাততালি দিতে শুনি। সেই থেকে, প্রজন্ম বদলেছে, দর্শক বদলেছে, কিন্তু আমি নিঃশর্ত ভালবাসা পেতে থাকি। তাই তাদের জন্যই আমি সিনেমা করতে থাকি। এবং এখন, এমনকি ৪৯ বছর বয়সেও, আমি একটি সিনেমা করেছি, যার জন্য সিক্স-প্যাক প্রয়োজন।’

  • Related Posts

    ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চারদিনের সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আজ (সোমবার) সন্ধ্যা ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওয়ানা হন। প্রধান…

    Continue reading
    বাণিজ্য যুদ্ধ যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোর প্রতি পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

    চলমান বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রকে খুশি করতে কোনো দেশ যদি এমন কোনো চুক্তি করে, যা চীনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে, তাহলে সেই দেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে বেইজিং। সোমবার (২১ এপ্রিল) এমন…

    Continue reading

    ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

    ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

    বাণিজ্য যুদ্ধ যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোর প্রতি পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

    বাণিজ্য যুদ্ধ যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোর প্রতি পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

    ছাএদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

    ছাএদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

    টেবিলটপার গুজরাটের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে কলকাতা

    টেবিলটপার গুজরাটের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে কলকাতা

    ২০ দিনে ‘বরবাদ’ সিনেমার আয় প্রায় ৫০ কোটিরও বেশি

    ২০ দিনে ‘বরবাদ’ সিনেমার আয় প্রায় ৫০ কোটিরও বেশি

    সেনাবাহিনী হজ দলের প্রশিক্ষণ পরিদর্শন করলেন সেনাপ্রধান

    সেনাবাহিনী হজ দলের প্রশিক্ষণ পরিদর্শন করলেন সেনাপ্রধান

    পোপ ফ্রান্সিস মারা গেছেন

    পোপ ফ্রান্সিস মারা গেছেন

    ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা

    ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা

    বাংলাদেশকে ৮২ রানের লিড দিলো জিম্বাবুয়ে

    বাংলাদেশকে ৮২ রানের লিড দিলো জিম্বাবুয়ে

    জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা অসুস্থ, জানালেন নিজেই

    জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা অসুস্থ, জানালেন নিজেই