
মালয়েশিয়ায় প্রবেশকালে ভুয়া হোটেল বুকিংয়ের নথি ব্যবহার করার অভিযোগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫১ বাংলাদেশিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, টার্মিনালের অ্যারাইভাল হলে ৬৭ জন বিদেশির কাগজপত্র যাচাই করার সময় এসব বাংলাদেশির নথিপত্রে বিভিন্ন অসংগতি ধরা পড়লে তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে আটক করা হয়। পরিদর্শনের সময় বেশ কয়েকজন বাংলাদেশিকে অ্যারাইভাল হলের আশপাশে ঘোরাফেরা করতেও দেখে বিভাগটি।
বিবৃতিতে আরও বলা হয়, তাৎক্ষণিকভাবে কর্তব্যরত কর্মকর্তার কাছে তারা নথিপত্র জমা দিতে দেরি করে। এমনকি কয়েকজন বাংলাদেশি ইমিগ্রেশন চেক এড়ানোর চেষ্টা করে। এতে কর্তৃপক্ষের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।
একেপিএস জানায়, ৫১ জন বাংলাদেশিকে ইমিগ্রেশন আইন ১৯৫৯ / ৬৩-এর শর্ত পূরণে ব্যর্থ হওয়ার কারণে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেয়া হয়নি। ভুয়া নথিপত্র ব্যবহারের পাশাপাশি অনেক বাংলাদেশিদের কাছে দেশটিতে থাকার পর্যাপ্ত রিঙ্গিত ছিল না। এছাড়া তাদের অবস্থানের স্পষ্ট কারণ জানাতে ব্যর্থ হয়েছেন।
একেপিএস জানিয়েছে, আটক ৫১ জন বাংলাদেশিকে যত তাড়াতাড়ি সম্ভব ফ্লাইটের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
এছাড়া, দেশের প্রবেশপথগুলোতে নিয়ন্ত্রণ আরও কঠোর করা হবে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সর্বদা বজায় রাখার জন্য একেপিএস দ্বারা ক্রমাগত পর্যবেক্ষণ করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।
প্রসঙ্গত, গত ১৭ মার্চ ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ১৫ জন বাংলাদেশিকে আটক করে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।