
ভারতের মহারাষ্ট্রে একটি মসজিদের ভেতরে রোববার (৩০ মার্চ) ভোরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে মসজিদের মেঝে ও কাঠামোয় ফাটল দেখা দিলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বিস্ফোরণটি ঘটে। অভিযুক্তদের মধ্যে একজন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘটনার একটি ভিডিও পোস্ট করলে তাদের পরিচয় প্রকাশ্যে আসে।
এফআইআর-এর বিবরণ অনুযায়ী, শনিবার সন্ধ্যায় বিড জেলার আরধামাসলা এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের লোকজন নিয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয়। রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে দুই ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে এবং মসজিদের নির্মাণ নিয়ে আপত্তি তোলে। তবে পরিস্থিতি তখন নিয়ন্ত্রণে আনা হয়।
পরে, রোববার ভোররাতে পুলিশের কাছে খবর আসে, ওই দুই অভিযুক্ত মসজিদের ভেতরে জেলেটিন স্টিক রেখে বিস্ফোরণ ঘটিয়েছে।
জেলেটিন স্টিক হলো এক ধরনের বিস্ফোরক পদার্থ, যা সাধারণত খনন, খনি কার্যক্রম, অবকাঠামো নির্মাণ এবং পাথর ভাঙার কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন রাসায়নিক উপাদানের মিশ্রণে তৈরি বস্তুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরণ ঘটাতে সক্ষম।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ২২ বছর বয়সী বিজয় রামা গাভনে এবং ২৪ বছর বয়সী শ্রীরাম অশোক সাগদেকে গ্রেফতার করেছে। দুজনেই বিডের গেওরাই তালুকের বাসিন্দা।
বিডের পুলিশ সুপার নবনীত কাওয়াত জানান, আমরা স্থানীয় সরপঞ্চের কাছ থেকে ফোন পাই যে, মসজিদে বিস্ফোরণ ঘটেছে। এরপর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করি এবং মামলা দায়ের করি। এরপর অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
এই ঘটনার প্রতিবাদে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন থানার সামনে বিক্ষোভ করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বোমা শনাক্তকরণ ও ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে।
বিডের পুলিশ সুপার নবনীত কাওয়াত সাধারণ মানুষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন।