ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে গত ২৭ অক্টোবর দুপুরে একদল শিক্ষার্থীকে দ্রুতগতির একটি সাদা রঙের প্রাইভেটকার চাপ দেয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তার পাশ দিয়ে কয়েকজন শিক্ষার্থী হেঁটে যাচ্ছেন। এ সময় আচমকা পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়। এ সময় কয়েকজন প্রাইভেটকারের নিচে পড়ে যান। স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে প্রাথমিকভাবে সবাই গাড়ির চালককেই দোষারোপ করেন। তবে পুলিশ জানিয়েছে দুর্ঘটনার আগেই চলন্ত প্রাইভেটকারটির একটি চাকা ফেটে যায়। যে কারণে চেষ্টা করেও গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি চালক।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমানও প্রাথমিক তদন্তের পর চাকা ফেটে যাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেন। তিনি গণমাধ্যমকে জানান, গাড়িচাপায় কয়েকজন শিক্ষার্থী আহতের ঘটনায় একটি মামলা হয়েছে। প্রথমে চালক মোস্তাফিজুর রহমান (৪৮) পালিয়ে গেলেও পরে তাকে আটক করা হয়। গাড়িটিও জব্দ করা হয়েছে।
গাড়িটির চালক মোস্তাফিজুর রহমান (৪৮) রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে চাকরি করেন জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, তিনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি, ঘটনার আগে চলন্ত অবস্থায় প্রাইভেটকারটির একটি চাকা ফেটে যায়। এতে তিনি গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। একপর্যায়ে পেছন থেকে শিক্ষার্থীদের ওপর উঠে যায়। চালককে আদালত কারাগারে পাঠিয়েছেন বলেও জানান তিনি।