
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান আন্দোলন ইস্যুতে প্রেস ব্রিফিংয়ের সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারা হয়েছে। বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে উপদেষ্টা কাকরাইল মসজিদের পাশে পুলিশি ব্যারিকেডের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জাগো নিউজকে জানান, আন্দোলনকারীদের মাঝ থেকে বোতল ছোড়া হয়েছে। তবে ভিড়ের মধ্যে কে বোতল ছুড়েছেন সেটা নিশ্চিত করা যায়নি।
জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন ইস্যু নিয়ে কথা বলার সময় বুধবার দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা উল্লেখ করেন তিনি। উপদেষ্টা বলেন, আজকে কিছু পুলিশ সদস্য হয়তো উসকানি.. একথা বলতেই শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে চিৎকার শুরু করেন। এর মধ্যে হঠাৎ করে একটা বোতল উড়ে এসে তার মাথায় পড়তে দেখা যায়।
এরপর উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আমি আর কথা বলব না।’ পরে পুলিশি নিরাপত্তার মধ্যে তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে চলে যান।
এরপর যমুনায় গিয়ে পুনরায় সাংবাদিকদের তিনি বলেন, আমি এখানে আসার পর যা হয়েছে তার জন্য বিশ্ববিদ্যালয়ের ও আইনশৃঙ্খলা বাহিনী দোষীকে বের করবে। আরেকটি বিষয় হল একটি অংশ রয়েছে আন্দোলনে, যাদের আমি স্যাবোট্যুর মনে করি। যারা স্যাবোটাজ (নাশকতা-কূটাঘাত) করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে। আমি তাদের নাম আজ আর উল্লেখ করব না। গত ৮ মাস থেকে তারা একজন ব্যাক্তির পেছনে লেগে আছে। মিডিয়া ও প্রশাসনের দায়িত্ব তাদের রাজনৈতিক পরিচয় খুঁজে বের করা। আপনারা খুঁজে বের করুন। দেখবেন একটা গ্রুপকে পাওয়া যাবে।
মাহফুজ বলেন, তাদের একজন ব্যক্তির ওপর যে হিংসা রয়েছে, অনলাইনে হিংস্রতা রয়েছে, তারাই এই কাজ করেছে।আমি কারো নাম বলব না। আমি জানি না, কিন্ত সন্দেহ জানিয়ে রাখলাম। আমি সাধারণ শিক্ষার্থীদের বলব, স্যাবোটাজকারীদের আলাদা করুন।