
পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রুহুল আমিন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (২ মে) দুপুরে কলাপাড়া-পটুয়াখালী সড়কের পশ্চিম রজপাড়া বিশকানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিনের বাড়ি চম্পাপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী থেকে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুইটি যানই রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান।
আহতদের মধ্যে মোটরসাইকেলচালক রুহুল আমিনকে শঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।