নেপালে রাজতন্ত্র সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ২

নেপালের রাজতন্ত্র পুনর্বহালের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুইজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। রাজতন্ত্রপন্থিরা পুলিশের ব্যারিকেড ভেঙে কর্মকর্তাদের ওপর পাথর ছুঁড়তে শুরু করলে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং বাতাসে রাবার বুলেট ও ​​তাজা গুলি ছুড়ে পাল্টা জবাব দেয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (২৮ মার্চ) কাঠমান্ডুতে হাজার হাজার বিক্ষোভকারী নিষিদ্ধ এলাকায় ঢোকার চেষ্টা করলে পুলিশ বলপ্রয়োগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে কারফিউ জারি করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশের মুখপাত্র দিনেশ কুমার আচার্য বলেন, নিহতদের মধ্যে একজন বিক্ষোভকারী ও একজন সাংবাদিক রয়েছেন। নেপালের এভিনিউজ টিভি জানিয়েছে, তাদের একজন সাংবাদিক একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রাণ হারিয়েছেন।

নেপাল পুলিশের আরেক মুখপাত্র শেখর খানাল জানান, বিক্ষোভকারীরা একটি ব্যক্তিগত বাড়ি ও একটি গাড়িতে আগুন দেয়। সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ মোট ১৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

এদিন নেপালে রাজতন্ত্রবিরোধী একটি সমাবেশও অনুষ্ঠিত হয়েছে, তবে তা শান্তিপূর্ণভাবেই শেষ হয়।

রাজতন্ত্র বিলুপ্তির ইতিহাস

নেপালে ২০০৮ সালে বিশেষভাবে নির্বাচিত একটি পরিষদ ২৩৯ বছরের পুরোনো রাজতন্ত্র বিলুপ্ত করে। এর আগে ১৯৯৬-২০০৬ সালের মধ্যে সংঘটিত মাওবাদী বিদ্রোহে ১৭ হাজার মানুষ নিহত হন। এরপর নেপালকে একটি ধর্মনিরপেক্ষ, ফেডারেল প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়।

হিমালয় সংলগ্ন দেশটির শেষ রাজা ৭৭ বছর বয়সী জ্ঞানেন্দ্র শাহ রাজতন্ত্র বিলুপ্তির পর থেকে কাঠমান্ডুতে তার ব্যক্তিগত বাসভবনে বসবাস করছেন।

পুলিশের দাবি: ‘উচ্ছৃঙ্খল’ জনতা

শুক্রবার বিক্ষোভকারীরা নেপালের জাতীয় পতাকা হাতে নিয়ে পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। তারা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টাও চালায়।

পুলিশ কর্মকর্তা কুমার নেউপানে বলেন, উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে আমরা আকাশে গুলি ছুড়েছি।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিক্ষোভকারীরা ব্যক্তিগত সম্পত্তি, হাসপাতাল, রাজনৈতিক দলের কার্যালয়, গণমাধ্যম ভবন ও একটি শপিং মল ভাঙচুর করেছে।

কাঠমান্ডু জেলা প্রশাসনের মুখপাত্র অশোক কুমার ভাণ্ডারি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়, যা স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত বহাল থাকার কথা থাকলেও প্রয়োজনে বাড়ানো হতে পারে।

রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক দুর্দশা

২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্তির পর নেপালে ১৬ বছরে ১৪ বার সরকার পরিবর্তন হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হচ্ছে। ফলে মধ্যপ্রাচ্য, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ায় কাজের সন্ধানে লাখ লাখ তরুণ দেশ ছাড়তে বাধ্য হয়েছে।

অর্থনীতির উন্নয়নে একের পর এক প্রতিশ্রুতি দিলেও সরকারের ব্যর্থতা নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। হিমালয় অধ্যুষিত দেশ নেপাল পর্যটন ও বৈদেশিক সাহায্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি নেপালে অবস্থিত, যার মধ্যে মাউন্ট এভারেস্টও রয়েছে।

  • Related Posts

    বাংলাদেশের ত্রাণ নিয়ে উদ্ধার ও চিকিৎসা দল মিয়ানমার পৌঁছালো

    মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ থেকে ৫৫ সদস্যের একটি শক্তিশালী উদ্ধার ও চিকিৎসা দল মিয়ানমার পৌঁছেছে । মঙ্গলবার দুপুর ২টায় এই শক্তিশালী উদ্ধার ও চিকিৎসা দল…

    Continue reading
    সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া

    বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্য নিয়ে ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনকি, তার এই মন্তব্যকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। গত মাসের শেষ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বাংলাদেশের ত্রাণ নিয়ে উদ্ধার ও চিকিৎসা দল মিয়ানমার পৌঁছালো

    বাংলাদেশের ত্রাণ নিয়ে উদ্ধার ও চিকিৎসা দল মিয়ানমার পৌঁছালো

    সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া

    সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া

    মালয়েশিয়ায় গ্যাসের পাইপলাইনে লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৬৩

    মালয়েশিয়ায় গ্যাসের পাইপলাইনে লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৬৩

    শিবচরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ঝরে গেলো ৪ প্রাণ

    শিবচরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ঝরে গেলো ৪ প্রাণ

    মেসির দেহরক্ষীকে নিষিদ্ধ ঘোষণা

    মেসির দেহরক্ষীকে নিষিদ্ধ ঘোষণা

    ‘মুজিব’ সিনেমার পর দীর্ঘ বিরতিতে এলো ফারিয়ার ‘জ্বীন’

    ‘মুজিব’ সিনেমার পর দীর্ঘ বিরতিতে এলো ফারিয়ার ‘জ্বীন’

    মিশরে ঈদুল ফিতর উদযাপন

    মিশরে ঈদুল ফিতর উদযাপন

    সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত

    সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত

    মাছ, মাংস, চিনি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে ভারতের যেসব খাতে সবচেয়ে বেশি ক্ষতি

    মাছ, মাংস, চিনি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে ভারতের যেসব খাতে সবচেয়ে বেশি ক্ষতি

    বান্দরবানে শতভাগ হোটেল-মোটেল বুকড, খালি নেই বাসের সিটও

    বান্দরবানে শতভাগ হোটেল-মোটেল বুকড, খালি নেই বাসের সিটও